পরীক্ষামূলক ভাবে শুরু হলো দুয়ারে রেশন কর্মসূচি
পরিমল বর্মন, ঘোকসাডাঙ্গা, ১৫ সেপ্টেম্বর :-
দুয়ারের সরকার প্রকল্পের পর মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুপাতে পরীক্ষামূলক ভাবে শুরু হলো দুয়ারে রেশন কর্মসূচি। স্বাভাবিকভাবে খুশি সাধারণ মানুষ। জানা গিয়েছে, মাথাভাঙ্গা ২ ব্লকের মোট ছয়জন রেশন ডিলার কর্মসূচির পরীক্ষামূলক ভাবে সফল করার অনুমোদন পেয়েছেন। এরমধ্যে লতাপাতা গ্রাম পঞ্চায়েতের যদুনাথ রায় রেশন ডিলারের মাধ্যমে প্রথম কুশিয়ারবারি গ্রাম এলাকায় দুয়ারে রেশন কর্মসূচি শুরু হলো বুধবার। এই দিন উত্তর কুশিয়ারবারি গ্রামের বাড়ি বাড়ি রেশন পৌঁছে দিল রেশন ডিলার যদুনাথ রায়।
গ্রামের শিবেন বর্মন, সুমিত্রা বর্মন, তরণী পাটোয়ারী, যোগেশ বর্মন প্রমুখরা জানান, দুয়ারে সরকার সেখানে যেমন আমরা আমাদের নানা রকম আবেদন জমা করতে পেরেছি সঙ্গে আজকে বাড়িতে বসেই রেশনের সামগ্রী পেয়ে আমরা ভীষণ খুশি। কারণ এখন আর কাজ ফেলে রেখে রেশন তুলতে রেশন দোকানে যেতে হবে না। এ বিষয়ে রেশন ডিলার যদুনাথ রায় জানান, ব্লকে আমরা ৬ জন এইসব কর্মসূচি পালন করার অনুমোদন পেয়েছি । আমরা আজকে প্রথম এই দুয়ারে রেশন কর্মসূচি শুরু করলাম পরীক্ষামূলক ভাবে। সাধারণ মানুষ বাড়িতে বসেই রেশন পাচ্ছেন তাদের মুখে চওড়া হাসি দেখে আমরাও ভীষণ খুশি।