পূজার মুখে হাসি মালিক এবং চালকের
নিউজ ডেস্ক, শিলিগুড়ি: পূজার আগে জঙ্গল খোলায় খুশি পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত সকলেই। গতকাল জঙ্গল খোলার নির্দেশিকা আসে। আর শুক্রবার প্রায় চার মাস পর খুলে গেল জঙ্গল। তারমধ্যে প্রথম দিনেই বহু পর্যটকের দেখা মিলল জঙ্গলে। এতেই খুশি জিপসি মালিক ও চালকেরা। উল্লেখ্য এবছর করোনার জন্য গত ৪ মে থেকেই জঙ্গল বন্ধ হয়ে যায়। যার ফলে কর্মহীন হয়ে পড়ে জিপসি চালক ও মালিকেরা। স্বাভাবিকভাবেই পূজার আগে জঙ্গল খোলায় পর্যটকদের ভিড় হবে এই আশায় খুশি পর্যটন ব্যাবসায়ীরাও।
এদিকে এদিন মূর্তি টিকিট কাউন্টারে পর্যটকদের থার্মাল স্ক্যানিং করা হয়। স্বাস্থ্যবিধি মেনেই এদিন পর্যটকদের জিপসি করে জঙ্গলে ঢোকানো হয়।
মূর্তি জিপসি ওনার্স অ্যাসোসিয়েশনের পরিচালক মজিদুল আলম বলেন, “করোনার জন্য টানা ৪ মাস জঙ্গল বন্ধ থাকায় কাজ হারিয়ে খুব সমস্যায় ছিলাম । তবে পুজোর আগে জঙ্গল খোলায় খুশি আমরা।”