ফের ডাকাতির উদ্দেশ্য বানচাল করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ
সঞ্জয় হালদার, শিলিগুড়ি:নিউ জলপাইগুড়ি থানার পুলিশ আবারও এক বড় সাফল্য অর্জন করল। ধারাল অস্ত্র-শস্ত্র সহ আবারও একদল ডাকাত গ্রেপ্তার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। গোপন খবরের ভিত্তিতে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ জানতে পারে, নিউ জলপাইগুড়ি থানার অন্তর্ভুক্ত নৌকাঘাট ব্রীজের নীচে 10 থেকে 12 জনের একটি দল নৌকাঘাট এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জমা হয়েছে। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর সাথে সাথে কয়েকজন দুষ্কৃতী পালিয়ে যেতে সক্ষম হলেও 6 জন দুষ্কৃতীকে পুলিশ ঘটনাস্থলেই গ্রেপ্তার করে। ধৃত দুষ্কৃতীদের নাম যথাক্রমে, মানিক সরকার(31) শিলিগুড়ি নবগ্রাম,সৌরভ সরকার(25) শিলিগুড়ি অশোকনগর, আনন্দ সরকার(24) কাশ্মীর কলোনী,প্রসেনজিৎ দাস(24) গেটবাজার,অর্জুন প্রসাদ(19) রতনলাল বস্তী-প্রধাননগর,এবং সুরজ দর্জি(23) দাগাপুরের বাসিন্দা।এদের মধ্যে প্রসেনজিৎ দাসের কাছ থেকে একটি দেশী বন্দুক এবং এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। বাকিদের কাছ থেকেও প্রচুর পরিমাণে ধারালো অস্ত্র-শস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। খবরে প্রকাশ, এই ডাকাত দলটি নৌকাঘাট এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। ধৃতদের প্রত্যেককে আজ জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। বাকিদের খোঁজে পুলিশ তল্লাশি চালিয়ে যাচ্ছে।