ভারত বনধকে সফল করতে পথসভা সিপিআইএমের
নিউজ ডেস্ক, জলপাইগুড়ি: সিপিআইএম সদরপুর্ব এরিয়া কমিটির উদ্যোগে বৃহত্তম বাম ঐক্যের ডাকে সোমবার জলপাইগুড়ি শহরের দিনবাজার এলাকায় কালা কৃষি আইন ও শ্রম কোড বাতিলের দাবিতে আগামী ২৭ শে সেপ্টেম্বর সারা ভারত কৃষক সংঘর্ষ সমন্বয় সমিতির ডাকা ভারত বনধকে সফল করতে পথসভা অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয় সরকারের গত প্রায় এক বছর ধরে গোটা দেশে আন্দোলনরত কৃষকদের উপর সরকারের দমন-পীড়ন নীতির তীব্র বিরোধিতা করেন বক্তারা। সভায় বক্তব্য রাখেন সিপিআইএম সদরপুর এরিয়া কমিটির সম্পাদক বিপুল সান্যাল, যুবনেতা শুভায়ু পাল, আরএসপি দলের পক্ষে বিশ্বজিৎ সরকার, ফরওয়ার্ড ব্লক নেতা অমল গোস্বামী সিপিআইএম জেলা সম্পাদক সলিল আচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ। নয়া উদারনৈতিক কৃষি আইন এর মধ্য দিয়ে কেন্দ্রের বিজেপি সরকার আখেরে ফসলের মালিকানা কর্পোরেট পুঁজিপতিদের হাতে তুলে দিতে চাইছে। এক সময় যেমন দাদন প্রথার মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে নীল চাষের প্রবর্তন করেছিল ইংরেজদের ছেড়ে যাওয়া সেই পুরনো জুতো নতুন রং চং করে বাজারে বিক্রি করতে চাইছেন নরেন্দ্র মোদি এর ফলে কৃষক তার জমির অধিকার হারাবেন, জমির অধিকার চলে যাবে কর্পোরেট মালিকদের হাতে। একটা সময় এরকম আসবে যখন কর্পোরেট নির্ধারিত মূল্যেই কৃষককে তার ফসল বিক্রি করতে বাধ্য করা হবে। তাই এই কালা কৃষি আইন কে আমাদের রুখতেই হবে আর তার জন্যই আগামী ২৭ তারিখের ধর্মঘট। এই ধর্মঘট কৃষি ও কৃষক কে বাঁচাবার লক্ষ্যে তাই আমাদের সকলের উচিৎ এই ধর্মঘট কে সর্বাত্মক ধর্মঘটে পরিণত করা। পথসভা থেকে এই আহবান রাখেন বিভিন্ন বক্তারা। গোটা সপ্তাহ জুড়ে বিভিন্ন সংগঠন সমূহের আহবানে আগামীতেও শহরের বিভিন্ন এলাকায় ধর্মঘটের সমর্থনে প্রচার চলবে বলে জানালেন নেতৃবৃন্দ।