যুব নেতাকে প্রান নাশের হুমকি তৃনমূলের একাংশের
সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা: যুব নেতাকে প্রান নাশের হুমকি তৃনমূলের একাংশের বলে অভিযোগ। শুক্রবার দুপুর বেলা মাথাভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করল ওই যুব নেতা। অভিযোগকে ঘিরে সরগরম মাথাভাঙ্গার রাজনীতি। মাথাভাঙ্গা ১ নং ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের যুব তৃনমূল কংগ্রেসের আহ্বায়ক শ্রীমন্ত অধিকারী জানান, গত ২২ তারিখ মধ্য রাতে কুর্শামারির রাজিবুল হাসান এবং খাটেরবাড়ির উজির মিঞা দলবল নিয়ে আসে। তাদের প্রত্যেকের হাতে অস্ত্র শস্ত্র এবং বোমা ছিল। তাঁরা আমার বাড়ি ঢোকার আগেই পালিয়ে অন্য জায়গায় ছিলাম। আমাকে অনেক খোঁজাখুঁজি করে। কিন্তু আমাকে না পাওয়ায় আমার বৃদ্ধ মাকে হুমকি দেয়। তারা জানান, আমাকে রাজনীতি ছাড়তে হবে নচেৎ আমাকে পৃথিবী থেকে বিদায় দেবে বলে জানান। আমাকে প্রান নাশের হুমকি টি আমি আড়াল থেকে শুনতে পাই। ফেরার পথে তাঁরা নয়ারহাট বাজারে বোমাবাজি করে বলে অভিযোগ করেন তিনি। তাই তিনি মাথাভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানান। অন্যদিকে তৃনমূলের যুব নেতাকে প্রান নাশের হুমকি দিয়েছে দলের ওই নেতারা বলে অভিযোগ করেন তিনি। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃনমূল কংগ্রেসের নেতা রাজিবুল হাসান এবং উজির মিঞা। তাঁরা বলেন এটা ভিত্তিহীন অভিযোগ। গোটা ঘটনার খোঁজখবর নেবেন বলে জানান সংশ্লিষ্ট ব্লকের দলীয় ব্লক সভাপতি মহেন্দ্র বর্মন। দলের যুব নেতাকে প্রান নাশের হুমকি। অভিযুক্তরা আবার একেই দলের। ফলে গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্বকে মান্যতা দিচ্ছে রাজনৈতিক মহল। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্বকে মানতে নারাজ দলের নেতারা।