পুলিশ ও পথ বন্ধুর যৌথ উদ্যোগে নাকা চেকিং টেকাটুলীতে
বাপ্পা রায়,ময়নাগুড়ি, ২৪ সেপ্টেম্বর : শুক্রবার রাজ্য জুড়ে পালিত হচ্ছে স্পেশাল ড্রাইভ। সেই উপলক্ষ্যে জেলা পুলিশ সুপারের নির্দেশে জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় শুরু হয়েছে নাকা চেকিং। শুক্রবার হাইওয়ে ট্রাফিক এবং পথবন্ধুদের উদ্যোগে টেকাটুলীতে চলল নাকা চেকিং। এদিন সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এই নাকা চেকিং চলে। হেলমেট বিহীন বাইক চালক দের আটক করা হয় এবং তাদের সেফ ড্রাইভ সেফ লাইফ নিয়েও সচেতন করা হয়। এছাড়াও বেশ কয়েকজন বাইক চালকের বিরুদ্ধে নিয়ম না মেনে বাইক চালানোর জন্য ফাইন করা হয়। জানা গেছে, টেকাটুলীতে প্রায় ২০ জনের ফাইন করা হয়। হাইওয়ে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানা গেছে, রাজ্য জুড়ে পালট হচ্ছে স্পেশাল ড্রাইভ। শুক্রবার পুলিশ সুপারের নির্দেশে এই অভিযান বিভিন্ন জায়গায় হচ্ছে। ময়নাগুড়ির টেকাটুলী তে পথ বন্ধু এবং হাইওয়ে ট্রাফিকের যৌথ উদ্যোগে নাকা চেকিং হয়।