ক্রান্তিতে বিজেপিতে ভাঙ্গন
এম ডি রাসেল,ক্রান্তি: বিজেপিতে ভাঙ্গন অব্যাহত ক্রান্তি ব্লকে। মঙ্গলবার ক্রান্তি ব্লকের চাঁপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার মেগা যোগাদান সভা অনুষ্ঠিত হয়।যোগদান সভা মঞ্চে তৃণমূল নেতৃত্ব ও রাজ্যের দুই মন্ত্রী উপস্থিত ছিলেন। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস যোগদান করলেন ২৬৬ টি পরিবারের মোট ১১০০ জন বলে জানালেন ব্লক সভাপতি মেহেবুব আলম।যোগদান সভায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন বললেন যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে আজকে শত শত বিজেপি তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন।তিনি কেন্দ্র সরকারের বিরুদ্ধে পেট্রোল ডিজেল রান্নার গাস দাম বাড়ার জন্য সমালোচনা করলেন।উত্তরবঙ্গ ভাগ করার যে চক্রান্ত বিজেপি করছে তা উত্তর বাংলার মানুষ হতে দেবে না বলে সভায় জানালেন।সভায় আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলু চিক বাড়াইক বলেন যে যত মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে তৃণমূল কংগ্রেস যোগদান করছেন সামনে পঞ্চায়েত ভোটে বিজেপিতে টিকিট নেবার লোক থাকবে না।জেলা সভাপতি মহুয়া গোপ পঞ্চায়েত ভোটকে সেমিফাইনাল আর ২০২৪ কে ফাইনাল খেলা মনে করে দলীয় কর্মীদের কাজ করতে নির্দেশ দেন এবং সকল স্তরের মানুষ কে তৃণমূল কংগ্রেস যোগদান করীদের ধন্যবাদ জানান।আগামী লোক সভায় বিজেপি কেন্দ্রে হারবে মমতা বন্দ্যোপাধ্যায় কে প্রধান মন্ত্রী হিসাবে দেশের মানুষ চাইছে বলে সভায় তার বক্তব্য মধ্যে বলেন। এদিনের সভায় বিজেপির পশ্চিম মন্ডল আই টি সেল চেয়ারম্যান দুলাল মন্ডল ও সি পি আই এম খেত মজুর সহ সভাপতি মনোরঞ্জন বিশ্বাস তৃণমূল কংগ্রেস পতাকা তুলে নেন।সভায় উত্তরবঙ্গ দুই মন্ত্রী ও জেলা সভাপতি ছাড়া ও উপস্থিত ছিলেন জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি নুরজাহান বেগম ,জেলা তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক পঞ্চানন রায়, জেলা ভাইস প্রেসিডেন্ট করুণামায় চক্রবর্তী,ব্লক সভাপতি মেহেবুব আলম।