শিলিগুড়িকে মাদকমুক্ত করার পাশাপাশি পুলিশ প্রশাসন শহরকে প্লাস্টিকের ক্যারিব্যাগ মুক্ত করতে উদ্যোগ
সঞ্জয় হালদার,শিলিগুড়ি: শিলিগুড়ি পৌর কর্পোরেশন কর্তৃক শিলিগুড়ি শহর ও আশপাশের এলাকায় প্লাস্টিক বহন ব্যাগ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে, তা সত্ত্বেও প্লাস্টিকের বহনকারী ব্যাগ অবৈধভাবে শহরে পৌঁছে যাচ্ছে। বুধবার গভীর রাতে, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অধীনে ভক্তিনগর থানার পুলিশ এবং স্পেশাল অপারেশন গ্রুপের একটি দল যৌথভাবে অভিযান চালিয়ে ভক্তি নগর থানার অন্তর্গত সেবক রোড এলাকার একটি বেসরকারি নার্সিং হোমের এলাকায় লক্ষ লক্ষ মূল্যের প্লাস্টিক জব্দ করে। সূত্রের খবর, কয়েকশ টন প্লাস্টিকের ক্যারি ব্যাগ জব্দ করা হয়েছে। সূত্রের খবর, সেখানে প্লাস্টিকের ক্যারি ব্যাগ লুকিয়ে রাখা হয়েছিল, সেখানে প্লাস্টিকের ক্যারি ব্যাগকে শহরের বিভিন্ন এলাকায় পাঠানোর পরিকল্পনা ছিল।বৃহস্পতিবার শিলিগুড়ি পুরসভার কর্তারা নিষিদ্ধ প্লাস্টিকের ক্যারি ব্যাগ আটক করেন।