১৯৬ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার দুই আসামি,৭ দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ আদালতের
সঞ্জয় হালদার,শিলিগুড়ি: শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার সাদা পোষাক পুলিশ ১ অক্টোবর ১৯৬ পিস ইয়াবা ট্যাবলেট সহ রানা ঠাকুর এবং কমল ঠাকুর নামে দুজনকে গ্রেপ্তার করেছিল, এরপর গান্ধী জয়ন্তীর কারণে ২ অক্টোবর শিলিগুড়ি আদালতে বিশেষ বিশেষ আদালত ছাড়া আর কোনো বিভাগ খোলা ছিল না, তাই সেদিন বিষয়টির শুনানি করা যায়নি। বিচারক উভয় আসামিকে দুই দিন হেফাজতে রাখার নির্দেশ দেন। এরপরে, উভয় আসামিকে সোমবার শিলিগুড়ি এনডিপিএস আদালতে হাজির করা হয়, যেখানে বিচারক উভয় অভিযুক্তের পুরনো রেকর্ড এবং পুলিশের দেওয়া যুক্তি বিবেচনা করে অভিযুক্ত রানা ঠাকুর এবং কামাল উভয়কে ৭ দিনের পুলিশ রিমান্ড দেয় রাখার নির্দেশ দেন।
উল্লেখ্য, অভিযুক্ত রানা ঠাকুর এবং কমল ঠাকুর উভয়েই পুরনো কুখ্যাত অপরাধী, দুজনেই শিলিগুড়ি শহরের বিভিন্ন এলাকায় একাধিকবার চুরির অভিযোগে জেল খেটেছেন। প্রধান নগর থানার পুলিশ দুজনকেই খুঁজছিল দীর্ঘদিন ধরে, তারা দুজনেই প্রতিবার পুলিশের হাত থেকে পালিয়ে যাচ্ছিল, কিন্তু ১লা অক্টোবর রাতে প্রধান নগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়েছিল যে তাদের দুজনকেই জংশন এলাকায় দেখা গেছে,এরপরই প্রধান নগর থানার সাদা পোশাকের পুলিশ তেনজিং নোরগে বাস স্ট্যান্ডের কাছে অভিযুক্ত দুজনকে ধরার জন্য একটি গোপন অভিযান পরিচালনা করে, তাদের দুজনকেই তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।পুলিশের সন্দেহ, দুজনেই ইয়াবা ট্যাবলেট বিক্রি করতে ১লা অক্টোবর জংশনে পৌঁছেছিলেন।কিন্তু তার আগেই পুলিশ দুজনকেই গ্রেফতার করে।
উভয় আসামিকে রিমান্ডে নেওয়ার পর পুলিশ পুঙ্খানুপুঙ্খ জিজ্ঞাসাবাদ শুরু করবে, পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।