দুস্থদের জন্য বিনামূল্যে নুতুন কাপড়ের স্টল

পরিমল বর্মন, ঘোকসাডাঙ্গা,৬ অক্টোবর:- পুঁজ মানে নতুন পোশাক পরে ঘোড়া ঘুড়ি, মায়ের পায়ে অঞ্জলী। কিন্তু অনেক পরিবার আছে যাদের নতুন পোশাক তো দূরে খাবারের যোগান দিতেই হিমশিম অবস্থা। করণা পরিস্থিতিতে সেরকমই করুন পরিস্থিতির শিকার হয়েছেন অনেক পরিবার। আর সেই পরিবার গুলির মধ্যে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বিনামূল্যে নতুন কাপড়ের স্টল “সহানুভূতি ” খুলল উনিশ বিশা প্রটেকশন অফ এনভাওরেন্টমেন্ট এন্ড নেচার (পেন) এনজিও। ইতি মধ্যে ঘোকসাডাঙ্গা হিমঘর চৌপতি সংলগ্ন এলাকায় একটি স্টল খুলেছে পেনের সদস্যরা। বুধবার মহালয়ার পুণ্য লগ্নে এই স্টলের উদ্বোধন করা হয় চলবে আরো কয়েকদিন।
এই সহানুভূতি স্টলের ফিতা কেটে ও প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে সূচনা করেন মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশীল বর্মন।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি উমা কান্ত বর্মন, ডাঃ পঙ্কজ মণ্ডল, আইজুল মিয়া, জহর লাল নন্দী সহ আমন্ত্রিত অতিথিগণ।
পেন এনজিও র সম্পাদক স্বপন কুমার রায় জানান,কবি শঙ্খ ঘোষ বলেছিলেন,”মানুষ বড় কাঁদছে, মানুষের পাশে দাঁড়াও”।আর তাই আমরা দুস্থ মানুষের কথা চিন্তা করে এদিন একটি বিনামূল্যে সহানুভূতি নামে নতুন কাপড়ের স্টল খুলেছি।এতদ এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী, চাকুরিজীবী সহ সকলের আর্থিক সহযোগিতায়।এখানে বিভিন্ন এলাকার দুস্থ মানুষেররা এসে তাদের পছন্দ মত জামা কাপড় বিনামূল্যে সংগ্রহ করতে পারবে। তাছাড়া আমরা প্রতিবছর পুরোনো পড়ার যোগ্য জামাকাপড় সংগ্রহ করে কোচবিহার চা বাগান সহ বিভিন্ন এলাকায় গিয়ে গরিব মানুষদের হাতে তুলে দেয়।এবারও তা করা হবে। মানুষের জন্য আমরা কিছু করতে পেরে নিঃসন্দেহে ভালো লাগছে।
এলাকার বিধায়ক সুশীল বর্মন এনজিওর এই কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করে বলেন ,এই ধরনের উদ্যোগ কে সাধুবাদ জানাই। এখানে আসতে পেরে ভালো লাগছে।
কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি উমা কান্ত বর্মন বলেন, পেন এনজিওর এহেন কাজকে সাধু বাদ জানাই, ভালো কাজে সব রকম ভাবে পাশে থাকার চেষ্টা করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *