বাংলাদেশে দূর্গা পূজা

নিউজ ডেস্ক, বাংলাদেশ: কালীগঞ্জের ৪৯ টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের গাজীপুরের অন্তর্গত কালীগঞ্জে এবছর ৪৯ টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। অন্যান্য বছরের তুলনায় এবছর কালীগঞ্জে ৪৯ টি মন্ডপে পূজা হচ্ছে, যা অাগের তুলনায় অনেক বেশি। দেখা যায় কয়েকটা প্রতিমার রং তুলির কাজ সম্পূর্ণ না হলেও বাকি সবগুলোর কাজ ও রং তুলি সম্পূর্ণ হয়ে গেছে। শরৎ এর স্নিগ্ধ হাসি নিয়ে শারদীয় উৎসবের অামেজ অাবহাওয়া ও প্রকৃতির বৈচিত্র্যে রুপ ধারন করেছে। শিউলি অার কাশফুলের সমারোহে শারদ কে করেছে মনোমুগ্ধকর । মা অাসছেন অগ্রীম জানান দিচ্ছে। এ বছর মা অাসছেন ঘোড়ায় চড়ে। অার যাবেন দোলায় চড়ে। দেখতে দেখতে বছর ঘুরে চলে এলো মানবজাতির কল্যানার্থে অশুভ কে নাশ করার জন্য শুভ বুদ্ধির উদয়ের মঙ্গলার্থে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা । ৬ ই অক্টোবর ভোর থেকে শুভ মহালয়ার মধ্য দিয়ে শুরু হয় অনানুষ্ঠানিকতা। মহালয়ার শুরুতে হিন্দু ধর্মাবলম্বীদের শ্রী শ্রী চন্ডী পাঠের মধ্য দিয়ে দেবী দুর্গা কে মর্ত্যলোকে অাগমনের অাহব্বান জানান। গুরুত্বপূর্ণ অনুষ্ঠান মহালয়া । অার মহালয়ার পঞ্চম দিন পরেই ষষ্ঠী পূজা। অাগামী ১১ ই অক্টোবর থেকে বোধনের মধ্য দিয়ে শুরু হবে দেবী দুর্গার অনানুষ্ঠানিকতা। (১২ ই অক্টোবর সপ্তমী পূজা) (১৩ ই অক্টোবর অষ্টমী পূজা) ( ১৪ ই অক্টোবর নবমী পূজা নমী পূজাও বলা হয় ) অার ( ১৫ ই অক্টোবর দশমী) মা দেবী দুর্গা দোলায় চড়ে চলে যাবেন।এই শারদীয় উৎসব এর মধ্য দিয়ে মা দেবী দুর্গার কৃপায় দূর হয়ে যাক সকল অশুভ শক্তি। শান্তি ফিরে অাসুক সকলের মাঝে। শুভ হোক শারদীয় উৎসব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *