সাহেবগঞ্জত কমিটি পূনর্গঠন
নিউজ ডেস্ক, শিলিগুড়ি: কামতাপুর প্রগ্রেসিভ পার্টির কোচবিহার জেলার দিনহাটা ২ নাম্বার ব্লক কমিটি পুনর্গঠন করা হৈল সাহেবগঞ্জ অঞ্চলে এক খুলি সভার মধ্য দিয়া। আজিকার সভাত হাজির আছিল কামতাপুর প্রগ্রেসিভ পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ মাড়েয়া উত্তম কুমার রায়, কেন্দ্রীয় কমিটির সদস্য সন্তোষ বর্মন, সুরেশ চন্দ্র রায়, নারায়ণ চন্দ্র রায়, পুলিন চন্দ্র রায়, কেএসও কেন্দ্রীয় কমিটির ঢোকা সাধারণ মাড়েয়া সঞ্জয় রাজবংশী, কেএসওর কোচবিহার জেলার গড়েয়া দীপক কুমার রায়, সহ মাড়েয়ানি বিথীকা রায় ভেল্লা নেতা কর্মী। আজিকার সভার পাছত কেপিপির কেন্দ্রীয় কমিটির পাখ থাকি আইসা দিনত উত্তরবঙ্গের কামতাপুরী অধ্যুষিত প্রত্যেকটা স্কুলে কামতাপুরী ভাষায় পঠন পাঠন করার দাবী করিছে। উত্তরবঙ্গের প্রত্যেক মহাবিদ্যালয় আর বিশ্ব বিদ্যালয় লাত কামতাপুরী ভাষার এক বছরের ডিপ্লোমা কোর্স চালু করার দাবিও করে। এর সাথত কেপিপির পাখ থাকি কামরূপ-কামতাপুর আর কোচবিহারের পূর্ণাঙ্গ ইতিহাস পঠন পাঠনের ব্যবস্থার দাবিও জানাইচে কেপিপির নেতৃত্ব।