পর্যটকদের কথা মাথায় রেখে ট্রয় ট্রেনের শুভ সূচনা
সঞ্জয় হালদার, শিলিগুড়ি: রবিবার থেকে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের স্পেশাল টয় ট্রেন কার্শিয়াং থেকে মহানদী পর্যন্ত চলতে শুরু করল। পর্যটকদের জন্য রেড পান্ডা নাম দিয়ে এই স্পেশাল টয়ট্রেন আজ থেকে কার্শিয়াং হয়ে মহানদী পর্যন্ত চলবে প্রতি শনিবার এবং রবিবার পর্যটকদের কথা মাথায় রেখেই এই পরিষেবা চালু করল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ।অনেকটা ভিস্টা ডোম পরিষেবার মতো । পরিষেবাটি উদ্বোধন করলেন এডিআরএম সঞ্জয় চিল বার্খার । কার্শিয়াং রেলস্টেশনে ফিতে কেটে তিনি এই ট্রেনের যাত্রা শুরু করলেন। ট্রয় ট্রেনটি গিদ্দা পাহাড়ের কাছে রক গার্ডেনে 10 মিনিট দাড়াবে ওখান থেকে পর্যটকরা ভিউ পয়েন্টের মাধ্যমে সমগ্র কার্শিয়াং ও মহানদীর বনাঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন । এডিআরএম সঞ্জয় বাবু সাংবাদিকদের জানান কার্শিয়াং ও দার্জিলিংয়ে ঘুরতে আসা পর্যটকদের অনুরোধেই রেড পান্ডা স্পেশাল ট্রেন টি চালু করা হলো পাহাড় থেকে সাত কিলোমিটার দূরে মহানদী ছুঁয়ে ফিরে আসবে ট্রেনটি কার্শিয়াং এ এখন দার্জিলিং পাহাড় পরিপূর্ণ পর্যটকদের আনাগোনায় তবে পর্যটকদের অভিযোগ একটু বেশি ভাড়া নেওয়া হচ্ছে এই স্পেশাল ট্রেনে । রেড পান্ডা স্পেশাল কার্শিয়াং থেকে 11 টা 15 মিনিটে ছাড়বে এবং 12:55 মিনিটে পুনরায় কার্শিয়াং ফিরে আসবে। রেড পান্ডা স্পেশাল ট্রেন টি গতকাল আনুষ্ঠানিকভাবে শুরু হলেও আজ পূর্ণাঙ্গরূপে চলাচল শুরু করল কার্শিয়াং থেকে।