দূর্গা প্রতিমার নিরঞ্জনে বিরল দৃশ্য
সঞ্জয় হালদার, শিলিগুড়ি: জেলার সবচেয়ে বড়ো ৩০ ফিটের প্রতিমা দমকলের জলের মাধ্যমে দেওয়া হচ্ছে প্রতিমা নিরঞ্জন।জলপাইগুড়ি মোহোরী পাড়া সার্বজনীন দূগা পুজো কমিটির সদস্যরা এবছর নিজেদের মণ্ডপেই বাইরের মৃৎশিল্পীদের নিয়ে তৈরি করেছিলেন বিশাল আকৃতির দূর্গা প্রতিমা।কিন্তু এত বড়ো প্রতিমা ভিড় এড়ান এবং বাইরে নদীতে নিরঞ্জন দেওয়া অসম্ভব।তাই বিশেষ সরকারি অনুমতি নিয়ে দমকল দিয়ে গলিয়ে এখানেই প্ৰতিমা নিরঞ্জনের ব্যবস্থা করা হয়েছে।এর জন্য পাঁচ জন দমকল বাহিনী ও একটি ইঞ্জিন এখানে আনা হয়েছে।এই ধরনের দৃশ্য দেখতে অনেক মানুষই ভিড় জমিয়ে ছিলেন।