দীর্ঘ দিন পর পরিক্ষা হবে বেঞ্চে, খুশি পড়ুয়ারা
নিউজ ডেস্ক, শিলিগুড়ি: দীর্ঘ প্রায় দুই বছর পরে বেঞ্চে বসে পরীক্ষা দেবে পড়ুয়ারা।সৌজন্য ন্যাশনাল এচিভমেন্ট সার্ভে (ন্যাস)। আগামী ১২ ই নভেম্বর মূল্যায়ন আকারে ওই পরীক্ষা নেওয়া হবে । সেইমতে ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা এলাকার চেংমারি শিশু নিকেতনে দীর্ঘ প্রায় দুই বছর পরে স্কুল খুললো।ম্যানেজিং কমিটি সম্পাদক রতন চন্দ্র দাস জানালেন যে, আমরা মাল দক্ষিণ মণ্ডল বিদ্যালয় পরিদর্শক মহাশয় নির্দেশ মোতাবেক আমরা মঙ্গলবার দীর্ঘ প্রায় দুই বছর পরে স্কুল খুললাম তাও শুধু তৃতীয় শ্রেণী ১, ২, ৭ ও ৮ নভেম্বর আমরা ছাত্র ছাত্রীদের ন্যাস অধীন যে মূল্যায়ন আকারে পরীক্ষা হবে ১২ ই নভেম্বর তার জন্য টিপস দিতে বিদ্যালয় সরকারি নির্দেশে খুলা। আমরা বিদ্যালয় স্যানিটাইজ করে সামাজিক দূরত্ব বজায় রেখে আজকে থেকে তৃতীয় শ্রেণীর জন্য সরকারি নির্দেশ পালন করতে স্কুল খুলা হলো। তিনি আরো জানালেন যে, বিশেষ করে আমরা গর্বিত যে জলপাইগুড়ি জেলার এক হাজারের উপর সরকারি বেসরকারি বিদ্যালয়ের মধ্যে ১৩৩ টি সরকারি বেসরকারি বিদ্যালয়ের পরীক্ষা হবে তার মধ্যে ক্রান্তি ব্লকের শুধু মাত্র আমাদের বিদ্যালয় তৃতীয় শ্রেণী যে পরীক্ষা হবে তাতে আমরা খুবেই খুশি।বিদ্যালয় খুলাতে স্কুলের ছাত্র ছাত্রীরাও খুশি।