ন্যাশনাল এচিভমেন্ট সার্ভের পরীক্ষা
এম ডি রাসেল,ক্রান্তি: দীর্ঘ প্রায় দুই বছর পরে পড়ুয়ারা বিদ্যালয়ে পরীক্ষায় বসার সুযোগ পেলো সৌজন্যে ন্যাশনাল এচিভমেন্ট সার্ভে (ন্যাস),। জানা গেছে শুক্রবার সারাবাংলা সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে তৃতীয় ,পঞ্চম,অষ্টম, দশম শ্রেণী মূল্যায়ন আকারে পরীক্ষা অনুষ্টিত হচ্ছে। জলপাইগুড়ি জেলার শতাধিক বিদ্যালয় মধ্যে ১৩৩ টি বিদ্যালয়ে সরকারি বেসরকারি মিলে আজকে পরীক্ষা অনুষ্টিত হচ্ছে।সেই মতে ক্রান্তি ব্লকের একটি মাদ্রাসা ও দুইটি হাই স্কুল ও দুইটি প্রাইমারি স্কুলে পরীক্ষা হচ্ছে। চেংমারি শিশু নিকেতনে ও পরীক্ষা অনুষ্টিত হলো। বিদ্যালয় সম্পাদক রতন চন্দ্র দাস জানালেন যে, জলপাইগুড়ি জেলার শতাধিক বিদ্যালয় মধ্যে ১৩৩ টি স্কুলে পরীক্ষা হচ্ছে। আমাদের চেংমারি শিশু নিকেতনে তার মধ্যে স্থান পাওয়ায় আমরা গর্বিত, এবং আমরা করোনা বিধি মেনে পরীক্ষার আয়োজন করেছি ও বহিরাগত পর্যবেক্ষক দাঁড়া পরীক্ষা নেওয়া হয় বলে জানান তিনি।