জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদকের উপস্থিতিতে আইনি সচেতনতা শিবির

বাপ্পা রায়,ময়নাগুড়ি , ১১ নভেম্বর : জলপাইগুড়ি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের নির্দেশে জেলা জুড়েই চলছে আইনি সচেতনতা শিবির। সাধারণ মানুষ যাতে খুব সহজেই আইনি সুযোগ সুবিধা লাভ করতে পারে তা নিয়ে শুক্রবার ময়নাগুড়ি ভুজারী পাড়া মোহর চাঁদ উচ্চ বিদ্যালয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় । জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ ও রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের নির্দেশে ও জলপাইগুড়ি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় এই শিবির চলছে বলে জানা যায় । স্বাধীনতার ৭৫ বছর পূর্তির উপলক্ষ্যে “আজাদী কা অমৃত মহোৎসব” এর কর্মসূচি হিসাবে এই ক্যাম্পেইন চলছে । জানা গেছে এই শিবির গ্রামে গ্রামে চলবে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত । শুক্রবার ময়নাগুড়ি ব্লকের চূড়াভান্ডার ও সাপ্টিবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের আইনি সহায়ক যথাক্রমে অমৃত কুমার রায় এবং পরিমল সেন ভুজারী পাড়া মোহর চাঁদ বিদ্যালয়ে এই শিবিরের আয়োজন করেন । এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদক বসন্ত শর্মা। তিনি এদিনের এই শিবির সম্পর্কে আলোচনা করেন। বিশেষত এই শিবিরে প্রত্যন্ত গ্রামীণ এলাকা এমনকি বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালানো হচ্ছে । এর মূল উদ্দেশ্য গ্রামের মানুষজন তথা সাধারণ নাগরিক যাতে বিনা মূল্যে আইনি পরিষেবা ভোগ করতে পারেন । পাশাপাশি বাল্য বিবাহ বন্ধ করার বিষয়েও শিবিরে প্রচার চালান আইনি সহায়করা । এই বিষয়ে ময়নাগুড়ি ব্লকের আইনি সহায়ক অমৃত কুমার রায় এবং পরিমল সেনরা বলেন , ‘ জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ ও রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের নির্দেশে এবং জলপাইগুড়ি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের ব্যবস্থায় এই শিবির জেলা ব্যাপী হচ্ছে । আমরা বিভিন্ন বাজারে , গ্রামে ও পাড়ায় পাড়ায় এই শিবির করছি । যাতে সাধারণ মানুষ আইনি সহযোগিতা গুলি খুব সহজেই লাভ করতে পারেন ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *