সরকারি সম্পত্তি দখল করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে
সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা: সরকারি সম্পত্তি দখল করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি মাথাভাঙ্গা ১ নং ব্লকের নয়ারহাট বাজারে। যদিও অভিযুক্ত ব্যক্তি জানান, প্রশাসন চাইলে ফেরত নিতে পারেন। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘ কয়েক বছর ধরে এক ব্যক্তি প্রানী সম্পদ সহায়ক কেন্দ্রটি জবরদখল করে রেখেছে। ঘরটি দখল করে জমির চারধার টিনের ব্যাড়া দিয়ে একটি নতুন ঘর তৈরি করার অভিযোগ করে স্থানীয় বাসিন্দারা। এনিয়ে কয়েক মাস আগে ব্লক প্রশাসন এবং বিভিন্ন মহলে লিখিত অভিযোগ করেছিলেন স্থানীয় বাসিন্দারা। তারা জবরদখল মুক্ত করে পুনরায় কেন্দ্রটি চালু করার দাবি জানান। অভিযুক্ত ব্যক্তি জানান, পরিত্যক্ত ঘরটি আমার বাড়ির লাগোয়া। দীর্ঘদিন ধরে পরিসেবা বন্ধ। তাই ব্যবহার করছি। প্রশাসন চাইলে ফেরত দিতে প্রস্তুত তিনি। এলাকার প্রধান মহেশ চন্দ্র বর্মন জানান, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে প্রানী সম্পদের ডঃ স্বপন কুমার দাস জানান কর্মী সংকট থাকায় বিভিন্ন এলাকায় বন্ধ হয়ে গেছে পরিসেবা। পুনরায় চালু করতে উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।