হলদিবাড়ি ম্যানকাইন্ড সোসাইটির উদ্যোগে বক্সীগঞ্জের ভোলারহাটের বক্সিবিবিগঞ্জ জুনিয়ার বেসিক স্কুলে বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন
১৪ নভেম্বর, হলদিবাড়ি:-
হলদিবাড়ি ম্যানকাইন্ড সোসাইটির উদ্যোগে বক্সীগঞ্জের ভোলারহাটের বক্সিবিবিগঞ্জ জুনিয়ার বেসিক স্কুলে বিনামূল্যে চিকিৎসা শিবির করলো মেডিক্যাল সার্ভিস সেন্টারের ১৫ জন চিকিৎসক। এদিন সকাল ১১টা থেকে বেলা ৫টা অবধি তিন শতাধিক রোগী দেখেন ডাক্তাররা এবং প্রয়োজনীয় ওষুধপত্র দেওয়া হয় । উপস্থি ছিলেন ডাঃ অপূর্ব মন্ডল,ডাঃ শাহরিয়ার আলম,ডাঃ সুশ্রী সঙ্গীতা জেনা,ডাঃ হাসুমদ্দীন শেখ প্রমুখ । মেডিক্যাল সার্ভিস সেন্টারের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ এবং ডেন্টাল কলেজ ইউনিটের এক্সিকিউটিভ ডাঃ শাহরিয়ার আলম জানান,সরকারি চিকিৎসা ব্যবস্থার অবস্থা ভালো না। সাধারণ মানুষের সেবায় আমরা হলদিবাড়ি ম্যানকাইন্ড সোসাইটির ডাকে সাধারণ মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে এসেছি। যতটা সম্ভব ওষুধও আমরা দিয়েছি।
বিনামূল্যে ডাক্তার দেখাতে পেরে আনন্দিত শিবিরে আসা রোগীরা । বক্সীগঞ্জের এছা হক আলী জানান,হলদিবাড়ি ম্যানকাইন্ড সোসাইটির এই উদ্যোগকে সাধুবাদ জানাই। বহু মানুষের উপকার হল।
হলদিবাড়ি ম্যানকাইন্ড সোসাইটির পক্ষে সাদ্দাম হক জানান,সাধারণ মানুষের সেবায় আমরা এই উদ্যোগ নিয়েছি। জনগণের সহযোগিতা প্রতিটি পদক্ষেপে আমরা পেয়েছি। সবাই এভাবেই সহযোগিতা করলে আমরা জনকল্যাণমূলক কাজ করে যাবো।