চাইল্ড ক্লাবে শিশুদিবস পালন রায়গঞ্জে
বিশ্বনাথ সিংহ,রায়গঞ্জ:স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহেরুর জন্মদিন উপলক্ষে প্রায় ৭০ জন আদিবাসী শিশুকে নিয়ে শিশুদিবস দিনটি পালিত হল অনাবিল আনন্দের মধ্য দিয়ে।আজ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বাজে বিন্দোলে অবস্থিত সবুজ চাইল্ড ক্লাব নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে শিশুদের নাচ,গান, আবৃতি,সাধারণ জ্ঞান সহ বিভিন্ন আনন্দদায়ক বিষয় নিয়ে দিনটি বিশেষভাবে পালিত হয়।শিশুদের আনন্দময় মুহূর্তের সাথে যুক্ত হয় সংকল্প নামক এক স্বেচ্ছাসেবী সংস্থাও।সংকল্প সংস্থার পক্ষ থেকে প্রত্যেকের জন্য মাস্ক ও দুপুরের খাবারের ব্যবস্থাও করা হয়।আজকের কর্মসূচিতে চাইল্ড ক্লাবের শিক্ষিকা সংকল্পিতা সাহা,উত্তর দিনাজপুর ব্লাড ডোনার ফোরামের সম্পাদক সুব্রত সরকার,সংকল্প সংস্থার পক্ষ থেকে সোমা দত্ত,শুভম সরকার,প্রবাল সাহা সহ অন্যান্যরা হাজির ছিলেন।উত্তর দিনাজপুর ব্লাড ডোনার ফোরামের সম্পাদক সুব্রত সরকার শিশুদের উদ্দেশ্য করে বলেন শিশুরা ভবিষ্যতের কান্ডারী,ভবিষ্যতে সঙ্গবদ্ধভাবে বড় মনের মানুষ হয়ে অপরের পাশে দাঁড়াতে শেখো।সংকল্প সংস্থার সদস্য শুভম সরকার ভবিষ্যতে শিশুদের পাশে থাকার আশ্বাস দেন।চাইল্ড ক্লাবের শিক্ষিকা সংকল্পিতা সাহা শিশুশ্রম ও মেয়েদের অল্প বয়সে বিয়ে বন্ধের জন্যই মূলত কাজ করেন বলে জানান।এজন্য তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।