বিরসা মুন্ডার ১৪৬ তম জন্ম জয়ন্তী উদযাপন চোপড়ায়
সুবল গোপ, চোপড়া, উত্তর দিনাজপুর:- বীর বিরসা মুন্ডার ১৪৬ তম জন্ম জয়ন্তী উদযাপন, এবং রাষ্ট্রীয় জনজাতি গৌরব দিবস পালন অনুষ্ঠান অনুষ্ঠিত হল সোমবার উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের মাঝিয়ালি অঞ্চলের কালাই ডাঙ্গিতে । এদিন মহা সমারোহে দিনটি উদযাপন করা হয়। এই অনুষ্ঠান শুরু হয় আদিবাসী নৃত্যের মাধ্যমে অতিথি বরণ জাতীয় পতাকা উত্তোলন জাতীয় সঙ্গীত এবং প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে । অনুষ্ঠানের মাঝে মাঝে ছিল আদিবাসী নৃত্য । এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝারখন্ড এর সত্যেন্দ্রনাথ সিং সহ-সভাপতি বনবাসী কল্যাণ আশ্রম রাঁচি । এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের চোপড়া ব্লক কমিটির সঞ্চালক পুনিরাম ভগত , উত্তরবঙ্গ সঞ্চালক নিমাই উড়াও পরমেশ্বর উড়াও প্রমুখ । অনুষ্ঠানে বিরসা মুন্ডার জীবনী নিয়ে বক্তব্য রাখেন সারা ভারত জনজাতি কল্যাণ সমিতির সহ সভাপতি সত্যেন্দ্র নাথ সিং জেলা সঞ্চালক ভানু উড়াও ।