মেলা বসবে না শালবাড়িতে
সুব্রত রায়,জলপাইগুড়ি:ধূপগুড়ি ব্লকের গাদং ২ গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত শালবাড়িতে এবছর রাস পূর্ণিমা উপলক্ষে মেলা বসছে না। শুধুমাত্র রাসচক্র উদ্ধোধন, রাসপূজা ও সংক্ষিপ্ত কিছু অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। জানা গেছে, শালবাড়ি রাস উৎসব এবার ৮ তম বর্ষে পড়ল। বিগত কয়েক বছর ধরে এই রাস উৎসব উপলক্ষে এখানে বেশ কয়েকদিন ধরে মেলা হয় এবং সেইসাথে প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে এবারে করোনা আবহে শুধুমাত্র তিনদিনের জন্য কিছু অনুষ্ঠান করা হচ্ছে। তবে কোনো মেলা হবে না। শুধুমাত্র স্থানীয় কিছু দোকানপাট আসতে পারে। মঙ্গলবার শালবাড়ি ফুটবল ময়দানে সেই রাস উৎসব উপলক্ষে প্যান্ডেলের কাজ কর্ম চলছে।
এবিষয়ে মেলা উদ্যোক্তা তথা স্থানীয় গ্ৰাম পঞ্চায়েত প্রধান সুশীল কুমার রায় বলেন,”করোনা আবহে সরকারি নির্দেশে এবার এখানে মেলা হচ্ছে না। শুধুমাত্র তিনদিনের জন্য সংক্ষিপ্ত অনুষ্ঠান করা হবে।”