গ্রেফতার বাইক চুরির মূল আসামী
সঞ্জয় হালদার, শিলিগুড়ি: এনজেপি স্টেশনের বাইক পার্কিং কে ব্যবহার করে চলছে বাইক চুরির ব্যবসা।আর সেই পার্কিং এ হানা দিয় এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ উদ্ধার করল একাধিক বাইক।বেশ কিছুদিন ধরেই শিলিগুড়ি শহর সংলগ্ন বিভিন্ন এলাকায় বাইক চুরির অভিযোগ জমা পরে শিলিগুড়ি এনজেপি থানায়।অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযান শুরু করে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ, সাফল্য আসে গতকাল।তদন্তে নেমে ঘুঘুমালির বাসিন্দা জীবন রায় নামে এক যুবককে গতকাল এনজেপি আই ও সি গেটের সামনে থেকে একটি বাইক সহ গ্রেপ্তার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের পর জানা যায় যে ধৃত যুবকের ব্যবহৃত বাইক টিও চুরির, জিজ্ঞাসাবাদ পর্বে আরও জানা যায় যে, এনজেপি পার্কিং এরিয়ায় আরোও ৪ টি চুরির বাইক রয়েছে। আসামীর বয়ান অনুযায়ি পার্কিং থেকে উদ্ধার হয় বাকি চারটি চুরির বাইক।পুলিশ সুত্রে জানা গেছে এই বাইক চুরির পেছনে আরোও বেশ কয়েকজন জড়িত রয়েছে। তদন্তের স্বার্থে ধৃত যুবককে জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ।