চোপড়ার লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতে কর্মতীর্থ এর শুভ উদ্বোধন করা হলো বুধবার
সুবল গোপ,চোপড়া উত্তর দিনাজপুর:- উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ১৬ টি মহিলা স্বনির্ভর দলের হাতে একটি করে স্টল তুলে দেওয়া হয় ওই পাঞ্চায়েতের পক্ষ থেকে। বুধবার আনুষ্ঠানিক ভাবে এই স্টল গুলি এলাকার স্বনির্ভর দলের মহিলাদের হাতে চাবি তুলে দেওয়া হয় বলে জানান, চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ আজহার উদ্দিন। তিনি আরও জানান এলাকার মহিলারা যাতে কিছু রোজগার করে খেতে পারে যার জন্য লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতে একটি কর্মতীর্থ নির্মাণ করা হয়েছে। আজ আনুষ্ঠানিক ভাবে তার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চোপড়ার বিডিও শ্রেয়স্রী নস্কর, পঞ্চায়েত প্রধান আব্দুল রাজ্জাক, জেলা পরিষদ সদস্য আজিজ আহমেদ, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সঞ্জয় সিংহ, চোপড়ার বিধায়ক হামিদুল রহমান এর প্রতিনিধি জিয়াউল হক এবং প্রকল্প আধিকারিক। এই স্টল গুলোতে কিছু রোজগার করে খেতে পারবে তাই খুশি হয়েছে স্বনির্ভর দলের রেজিনা খাতুন বাসন্তী দাস সহ স্বনির্ভর দলের মহিলারা ।