সচেতনতা মূলক মাইকিংয়ে প্রচার
নিউজ ডেস্ক,মোরাঘাট: বুধবার মোরাঘাট রেঞ্জের মঙ্গলকাটা এলাকায় জমির খেত থেকে একটি পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ উদ্ধার হয়। প্রাথমিক অনুমান জমিতে ফসল রক্ষার জন্য ইলেকট্রিক শকের কারনে হাতিটির মৃত্যু হয়েছে। এই নিয়ে এক মাসের মধ্যে দুটি হাতির মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। মোড়াঘাট রেঞ্জের সাতটি ফরেস্ট ভিলেজ খট্টিমারি, তোতাপাড়া, মোঘলকাটা,নালা,খুকলুঙ বস্তী, গোসাইহাট বস্তী ও সোনাখালী বস্তিতে মোড়াঘাট রেঞ্জার রাজকুমার পালের নেতৃত্বে বন বিভাগের তরফে মাইকিং করে সচেতনতার প্রচার করা হয়। এদিন রেঞ্জার জানান, মোরাঘট বরাবর ফরেস্ট ভিলেজারদের সঙ্গে ভাতৃত্বের বন্ধন অটুট রেখেই কাজ করে। আমরা আজ একদিকে মাইকিং করে হাতি রক্ষার বার্তা দিয়ে যাচ্ছি । পাশাপাশি সন্ধে নামলেই আমাদের তরফে প্রত্যেক এলাকায় বিশেষ টহল দারী চালানো হবে।প্রত্যেক বিট অফিসার ফরেস্ট ভিলেজ থেকে শুরু করে পার্শ্ববর্তী এলাকাতেও বাড়ি বাড়ি গিয়ে বন্যপ্রাণী রক্ষার আর্জি জানাবেন। বন্যপ্রাণী রক্ষার বিভিন্ন লিফলেট বিতরণ করা হবে আমাদের তরফে।