জটিল অস্ত্রপাচার শুরু ইসলামপুর মহাকুমা হাসপাতালে

সুবল গোপ,উত্তর দিনাজপুর: কুষ্ঠ রোগীদের স্বাভাবিক জীবনে ফেরাতে উত্তর দিনাজপুর জেলায় প্রথম জটিল অস্ত্রপাচার শুরু ইসলামপুর মহকুমা হাসপাতালে। উত্তর, দক্ষিন এবং মালদা জেলার মোট ২৭ জন কুষ্ঠ রোগীকে অস্ত্রপাচার করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হবে। কলকাতা মেডিকেল কলেজের পাচজন বিশিষজ্ঞ চিকিৎসক ও ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসকদের যৌথ উদ্যোগে এই জটিল অস্ত্রোপচার আয়োজন হচ্ছে। তিন দিন ধরে চলবে এই অস্ত্রপাচার শিবির।

কুষ্ঠ মানেই বিকলঙ্গ। আর পাচটা মানুষ যেমন স্বাভাবিক কাজকর্ম করতে পারেন একজন কুষ্ঠ রোগী সেই কাজ করতে পারেন না। কুষ্ঠ রোগীদের সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেন। রাজ্যের অন্যান্য জেলায় কুষ্ঠ রোগীদের অস্ত্রপাভ্লচারের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হলেও উত্তর দিনাজপুর জেলায় এধরনের শিবির অনুষ্ঠিত হয় নি। এবার ইসলামপুর মহকুমা হাসপাতালে এই অস্ত্রপাচার শিবির অনুষ্ঠিত হল। উত্তরবঙ্গের তিন জেলা উত্তর, দক্ষিন এবং মালদা জেলার ২৭ জন কুষ্ঠ রোগীকে এই শিবিরে আনা হয়েছে। ইসলামপুর মহাকুমা হাসপাতালে । চিকিৎসক প্রবীর যোশের নেতৃত্বে ৯ জন চিকিৎসককে দিয়ে আয়োজন হল ওই অস্ত্রোপচার।কলকাতা মেডিক্যাল কলেজের প্লাষ্টিক সার্জেন প্রবীর যশ জানিয়েছেন, ইসলামপুর মহকুমা হাসপাতালে অস্ত্রপাচার শিবিরে যে সমস্ত কুষ্ঠ রোগীকে অস্ত্রপাচারের জন্য আনা হয়েছে দীর্ঘ দুইমাস যাবদ তাদের মেডিক্যাল কলেজের বিশিষজ্ঞ চিকিৎসকরা তাদের বিভিন্ন পরীক্ষানিরিক্ষা করেন। সেই পরীক্ষা নিরিক্ষার পর তাদের অস্ত্রপাচারের জন্য বেছে নেওয়া হয়েছে। দীর্ঘ দিন অসহায় অবস্থায় থাকার স্বাভাবিক জীবনে ফিরতে পারবে এই আশায় বুক বেধেছে শিবিরে আসা কুষ্ঠ রোগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *