বাইক ও টোটো সংঘর্ষে এক মহিলাসহ গুরুতর আহত ৩
বিষ্ণূপদ রায়,হলদিবাড়ি;বেপরোয়া মোটর বাইকের সঙ্গে টোটোর সংঘর্ষ। ঘটনায় গুরুতর আহত এক মহিলা সহ তিন জন। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে দেওয়ানগঞ্জ ও সিঞ্জারহাট জাতীয় সড়কে। জানা গেছে গুরুতর আহত টোটো চালকের চেনাই সরকার বয়স(৪৫) বাড়ি হেমকুমারী গ্ৰাম পঞ্চায়েতের নিমাই মোড় এলাকায় এবং টোটোয় বসে থাকা যাত্রীর নাম মরিয়ম খাতুন বয়স(৪০) বাড়ি হেমকুমারীর জিয়ারুদ্দিনের মোড় এলাকায় এবং মোটর বাইক চালকের নাম ষষ্ঠী রায় বয়স(১৬), ব্রজেন্দ্রনাথ রায় বয়স(৫৫)। এদের দুজনের বাড়ি হেমকুমারী গ্ৰাম পঞ্চায়েতের সিঞ্জারহাটের রিফুজী পাড়ায়।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন হেমকুমারী জিয়ারুদ্দিনের মোড় এলাকার আত্মীয়র বাড়ি থেকে মোটর বাইক নিয়ে সিঞ্জারহাটের রিফুজী পাড়া গ্রামে নিজের বাড়ি আসার পথে দেওয়ানগঞ্জ ও সিঞ্জারহাট জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারায়। সে সময় সিঞ্জারহাট থেকে দেওয়ানগঞ্জ গামী একটি যাত্রীবাহী টোটোর সঙ্গে সংঘর্ষ হলে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার ফলে দুই বাইক আরোহী সহ টোটোর টোটো চালক গুরুতর আহত হয়। তড়িঘড়ি প্রত্যক্ষদর্শীরা চার জনকে উদ্ধার করে প্রথমে মেখলিগঞ্জের হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর আঘাত গুরুতর হওয়ায় ৪ জনকেই জলপাইগুড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় চিকিৎসকরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দেওয়ানগঞ্জ ফাঁড়ি থানার পুলিশ ও হলদিবাড়ি থানার পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।