ময়নাগুড়ি, ১ ডিসেম্বর : ফের মানবিকতার পরিচয় দিলেন ময়নাগুড়ি থানার এক পুলিশকর্মী রামমোহন রায়। বিগত কিছু দিন আগে এক অসহায় মানসিক ভারসাম্যহীন মহিলার পাশে দাঁড়ালেন তিনি। তাঁর এই কাজকে সাধুবাদ জানিয়েছেন ময়নাগুড়ির বিশিষ্টরা।
বিগত দু দিন আগে একটি অনুষ্ঠানের আমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন ভোটপট্টি এলাকায়। সঙ্গে ছিলেন ময়নাগুড়ি ট্রাফিক ওসি বাল্মীকি লোহার। অনুষ্ঠান সেরে আপন খেয়ালে গাড়ি করে ফিরছিলেন তারা। এমন সময় রাজারহাট মোড় সংলগ্ন এলাকায় রাস্তার পাশে এক মহিলা নগ্ন অবস্থায় ঘোরা ফেরা করছিলেন। এই অবস্থায় দ্রুত গাড়ি থামাতে বলেন রামমোহন বাবু। এরপর তিনি ফের ভোটপট্টি বাজারে গিয়ে নারীর লজ্জা ঢাকার জন্য বস্ত্র কিনে নেন। এরপর সেই মহিলাকে সেটি তুলে দেন। সঙ্গে কিছু খাওয়ার জন্য মিষ্টি এবং নগদ কিছু টাকা দেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা মানসিক ভারসাম্যহীন। বেশ কিছুদিন থেকেই রাজারহাট মোড় এলাকায় নগ্ন অবস্থায় ঘোরা ফেরা করছেন। এদিন ময়নাগুড়ি থানার পুলিশ কর্মী রামমোহন রায় এবং ট্রাফিক ওসি বাল্মীকি লোহারের চোখে পড়ায় , সহযোগিতার হাত বাড়িয়ে দেন। যা দেখে খুশি ওই এলাকার মানুষজন সহ বিশিষ্টরা। এই বিষয়ে পুলিশ কর্মী রামমোহন রায় বলেন, " কেউ রাস্তায় নগ্ন অবস্থায় ঘুরে বেড়াবে তা মেনে নেওয়া যায় না। তাই এই অবস্থা দেখে যতটা সম্ভব সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আমি সাধারণ মানুষকেও বলবো এরকম অবস্থা থাকলে আপনারাও আপনাদের সাধ্য মতো সহযোগিতা করবেন।"