প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নিউজ ডেস্ক,ফালাকাটাঃ ফালাকাটার জটেশ্বরে সমতা কেন্দ্রের ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হল। ভারতের সংবিধান প্রণেতা ডঃ বি.আর. আম্বেদকরের প্রয়াণ দিবসে এইদিন অনুষ্ঠান মঞ্চে মহান মনীষীর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। করা হয় পতাকা উত্তোলন। এরপর কৃষক আন্দোলন ও জাত ভিত্তিক জনগণনা, এই বিষয় দুটি নিয়ে সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে বক্তব্য রাখেন কমলকৃষ্ণ ব্যানার্জী, কমল রায়, রঞ্জিত রায়, জীবন পাল প্রমুখ। উল্লেখ্য সমতা কেন্দ্র প্রতিষ্ঠিত হয় সমাজবাদী জনপরিষদ দলের প্রতিষ্ঠাতা যুগল কিশোর রায়বীরের উদ্যোগে। ষাট ও সত্তরের দশকে উত্তরবঙ্গে নিম্নবর্গের মানুষের আন্দোলন উতজাআস সম্পন্ন হয় সমাজবাদী জন পরিষদ দলের নেতৃত্বে। অনুষ্ঠানের আয়োজন কমিটির সভাপতি হরেকৃষ্ণ বর্মন বলেন, ভারতের সংবিধানের জনক ডঃ বি.আর. আম্বেদকরের প্রয়াণ দিবসে সমতা কেন্দ্র নামের আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে, আজ ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হল।