প্রধান শিক্ষককে সংবর্ধনা
মহম্মদ রাসেল, ক্রান্তি: রাজাডাঙ্গা পি এম উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক অনিরুদ্ধ শর্মাকে সোমবার বিদায় সংবর্ধনা দেয় বিদ্যালয় ছাত্র ছাত্রী , প্রাক্তন ছাত্র ছাত্রী, বিশিষ্ট এলাকার ব্যক্তিরা। রাজাডাঙ্গা হাই স্কুলের শেষ দিনে প্রধান শিক্ষক বিদ্যালার গেটে প্রবেশ করলে ছাত্র ছাত্রীরা পুষ্প বৃষ্টির মধ্য দিয়ে গেট থেকে প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে আসেন। বিদ্যালয় ছাত্র ছাত্রীরা সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত শুরু হয়।ছাত্র ছাত্রী থেকে শুরু করে সকলে এক এক করে ফুলের তোড়া ও উপহার দিয়ে প্রধান শিক্ষক কে শ্রদ্ধা জ্ঞাপন করেন।পঞ্চায়েত সদস্য তথা শিক্ষক মিন্টু রায় বলেন প্রধান শিক্ষক আমাদের শুধু প্রধান শিক্ষক ছিলেন না তিনি আমাদের অভিভাবক রূপে ছিলেন, ওনার শূন্যতা বিদ্যালয়ে আমরা অনুভব করবো। প্রাক্তন পরিচালন কমিটির সম্পাদক আবেদ আলী বলেন আমার সম্পাদক থাকাকালীন দীর্ঘ ৬ বছর ওনার বিদ্যালয় পরিচালনা ক্ষেত্রে ওনার কর্মনিষ্টা এবং সৎ মানসিকতার জন্য সকলের কাছে আপন রূপে রয়ে আছেন ও থাকবেন। বর্তমান পরিচালন কমিটির সভাপতি সাকিল আহমেদ বলেন প্রধান শিক্ষক কর্মজীবন আরো ৭ বছর বাকি আছে উনার শারীরিক অসুস্থতার জন্য বাড়ি কাছে উনি ট্রান্সফার হয়ে যাচ্ছেন।আমরা ওনার সার্বিক সাফল্য কামনা করি।প্রধান শিক্ষক অনিরুদ্ধ শর্মা বলেন,আমার রাজাডাঙ্গা পি এম উচ্চ বিদ্যালয়ে অক্টোবর মাসের ৪তারিখ ২০০৮ সালে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করি।এই এলাকার ছাত্র ছাত্রী থেকে শুরু করে অভিভাবক অভিবাবিকা সকল স্তরে মানুষ সাথে ভালো সম্পর্ক এবং সকলে বিদ্যালয় পরিচালনা করতে সহযোগিতা করেছেন।তিনি সকলকে ধন্যবাদ জানালেন।প্রসঙ্গগত তিনি প্রথমে ওদলাবাড়ি হাই স্কুলে চাকরি জীবন শুরু করেন ১৯৯৭ সালের ২২শে আগস্ট এবং ২০০৮ সালে অক্টোবর মাসে ৪তারিখে প্রধান শিক্ষক হিসাবে রাজাডাঙ্গা পি এম হাই স্কুলে এবং আজকে ট্রান্সফার হয়ে কালিয়াগঞ্জ হাই স্কুল যোগদান করবেন। পঞ্চায়েত সদস্য মিন্টু রায়, পরিচালন সমিতির সভাপতি সাকিল আহমেদ, প্রাক্তন সম্পাদক আবেদ আলী , মোহাম্মদ বাদল,আশিকুল রহমান,ওয়ারেসুল হক, প্রভাতী রায়,অপর্ণা পারভীন প্রমুখ।