কৃষকদের নিয়ে বৈঠক করল প্রশাসন

ধূপগুড়ির মধ্য বোড়াগাড়ি এলাকায় ফোর লাইনের জমি জট কাটাতে শুক্রবার ধূপগুড়ির বিডিও অফিসে উচ্চপদস্থ অধিকারিক , ধূপগুড়ি বিডিও শঙ্খদীপ দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ মজুমদার, বারঘরিয়া প্রধান প্রতাপ মজুমদার সহ এলাকার কৃষকদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হল। এই বৈঠকের মধ্য দিয়ে জমির মূল্য নির্ধারণের একটি নোটিশ দেওয়া হয়। জানা গেছে, ধূপগুড়ির মধ্য বোড়াগাড়ি এলাকার মধ্যে দিয়ে ফোর লেনের রাস্তা চলে যাবে। আর জমির দাম নিয়ে কৃষক এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষের মধ্যে মতমালিন্য ছিল। যদিও জমির মূল্য নিয়ে মতানৈক্য রয়েছে জমি দাতা এবং মরা মহাসড়ক কর্তৃপক্ষের। শুধুমাত্র আপাতত জমির সার্ভের কাজ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয় এই বৈঠকের মধ্য দিয়ে । বলা যায় জমিজট কিন্তু এখনো কাটেনি।

ধূপগুড়ি থেকে সুবোধ রায়ের রিপোর্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *