বিভিন্ন দাবি নিয়ে ডিওয়াইএফআই ডাবগ্রাম উত্তর স্থানীয় কমিটির আয়োজনে পথসভা
সঞ্জয় হালদার, শিলিগুড়ি: বাম-সমর্থিত ডিওয়াইএফআই উত্তর স্থানীয় কমিটির তরফে শুক্রবার জলের সমস্যা, জমির ইজারা, শিলিগুড়ি পৌর কর্পোরেশনের ৪১, ৪২, ৪৩, ৪৪ নম্বর ওয়ার্ডে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচন সহ একাধিক ইস্যুতে উত্তর স্থানীয় কমিটি। ৪টি ওয়ার্ড।বিভিন্ন স্থানে প্যাড সভার আয়োজন করা হয়। বর্তমানে একের পর এক বিভিন্ন ইস্যুতে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন বোর্ডকে ঘেরাও করছে পুরসভার বিরোধী দলগুলি। মাত্র একবার, ডাবগ্রাম উত্তর স্থানীয় কমিটির তরফে, শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনকে বিভিন্ন বিষয়ে কটাক্ষ করে, ডিওয়াইএফআই-এর নেতৃত্ব বলেছে যে বর্তমান শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন বোর্ড সম্পূর্ণ ব্যর্থ বলে মনে হচ্ছে, মানুষকে পান করতে দিচ্ছে না। পানি ঠিকমতো পাচ্ছে না, ইজারা মীমাংসাও হচ্ছে না। বর্তমানে মিউনিসিপ্যাল কর্পোরেশনের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরদের তরফে শহরগুলির উন্নয়নের পরিবর্তে এর দফতরের উন্নয়ন করা হচ্ছে। এমনকি এখন পানীয় জলের জন্য মানুষকে বহু কিলোমিটার দূরে যেতে হয়, যা মানুষের অনেক সমস্যায় পড়ে। শহরের উন্নয়নের জন্য শিলিগুড়ি পৌর কর্পোরেশন নির্বাচন যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে। এই পথসভার সময় ডাবগ্রাম উত্তর স্থানীয় কমিটির ডিওয়াইএফআই সম্পাদক বুলেট সিং, সভাপতি গৌতম রায়, সদস্য নরেশ সিং, পূর্ণ বর্মণ, নির্মল রায়, সঞ্জীব রায়, জয়ন্ত রায়, মিন্টু রাম, অমিত রায় সহ বহু DYFI কর্মী উপস্থিত ছিলেন।