গেট মিটিং
নিউজ ডেস্ক,মেটেলি: শনিবার সকালে মেটেলি ব্লকের বিভিন্ন চা বাগানের ফ্যাক্টরি গেটের সামনে গেট মিটিং এ সামিল হল তৃণমূল কংগ্রেসের চা বাগান সংগঠন।
এদিন তৃণমূলের তরাই ডুয়ার্স প্লান্টটেসন ওয়ার্কার্স ইউনিয়ন ও চা বাগান তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়ন যৌথভাবে ওই গেট মিটিং করে। মিটিং এ শ্রমিক নেতারা কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেন। প্রায় ১ ঘন্টা মিটিংয়ের পর শ্রমিকরা ফের কাজে যোগদান করে।
উল্লেখ্য কিছুদিন আগেই আলিপুরদুয়ার জেলার মাদারিহাটে নূন্যতম মজুরি নিয়ে চা বাগান শ্রমিকদের কেন্দ্রীয় নেতৃত্ব ও মালিক পক্ষের সংগঠনের নেতৃত্ব নিয়ে বৈঠক করে গিয়েছেন রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না এবং তার পরেই তৃণমূলের চা বাগান সংগঠনের পক্ষ থেকে নূন্যতম মজুরি প্রদান সহ বিভিন্ন দাবিতে গেট মিটিং এর আয়োজন করা হয়েছে।
এদিন মেটেলি ব্লকের জুরন্তি,বাতাবাড়ি, বড়োদীঘি চা বাগান সহ বিভিন্ন চা বাগানে গেট মিটিং করা হয়।