অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত হল লাটাগুড়িতে
নিউজ ডেস্ক, জলপাইগুড়ি: বেঙ্গল ব্যাংক বিজনেস অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত হল লাটাগুটিতে।জলপাইগুড়ি জেলার অধীন সেন্ট্রাল ব্যাংকের প্রতিটা শাখায় ৪/৫ জন করে ব্যাংক মিত্র হিসাবে কাজ করেন এরা। প্রসঙ্গত ব্যাংক মিত্ররা কমিশন ভিত্তিক কাজ করে থাকেন । অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জলপাইগুড়ি জেলার সভাপতি উত্তম রায় জানালেন আমরা জলপাইগুড়ি জেলার সেন্ট্রাল ব্যাংকের ব্যাংক মিত্ররা দীর্ঘ প্রায় ১৫ ধরে কাজ করি।কিন্তু বর্তমানে এমন নিয়ম করেছে আমাদের মেশিন থেকে এক হাজার বেশি টাকা গ্রাহক তুলতে পারছেন না।তাতে ব্যাংক গ্রাহকরা খুবেই অসুবিধার সম্মুখীন।আমরা আমাদের জলপাইগুড়ি জেলার ৬৮জন ব্যাংক মিত্র রয়েছি। আগামী ১৩ ই ডিসেম্বর জলপাইগুড়ি তে সেন্ট্রাল ব্যাংকের রিজিওনাল অফিসে ডেপুটেশন দেওয়া হবে।আমাদের সমস্যা সমাধান না হলে গণতান্ত্রিক ভাবে সারা রাজ্যজুড়ে আন্দোলন করবো।এদিনের সভায় সংগঠনের জেলা সভাপতি উত্তম রায় ছাড়াও ছিলেন রাজ্য কমিটির সদস্য সহাদেব রায়, সহ সভাপতি মনোরঞ্জন রায়,কার্যকরী সভাপতি অসিত মালাকার,জেলা সম্পাদক বাবলু রায়, কোষাধ্যক্ষ জয়দেব রায় প্রমুখ।