আবর্জনার স্তূপ ধুপগুড়ি!
নিউজ ডেস্ক,ধুপগুড়ি: ধুপগুড়ি শহর জুড়ে ছেয়ে গিয়েছে ক্লিন ধূপগুড়ি গ্রিন ধূপগুড়ি হোর্ডিং। তবে বাস্তবে আবর্জনার স্তুপে পরিণত হয়েছে শহর ধুপগুড়ি। দুপুরে পৌরসভার তরফ থেকে শহরের বিভিন্ন এলাকায় বসানো হয়েছিল ডাস্টবিন। তবে নিয়মিত পরিচর্যার অভাবে সেই ডাস্টবিন করে অবস্থা খুবই শোচনীয়। ডাস্টবিন উপচে রীতিমতো ময়লা পরছে। নোংরা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রাস্তার ওপর। পথচারী থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ সময়মতো এই সমস্ত আবর্জনা গুলি এখান থেকে সরানো হয় না যার কারণে এই অবস্থা। যদিও এই বিষয়ে ধূপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যানের কুমার সিং জানিয়েছেন পৌরসভার কর্মীরা নিয়মিত শহরকে পরিষ্কার রাখতে সমস্ত রকম কাজ করেন। তবে যেহেতু ধুপগুড়ি শহরে ডাম্পিং গ্রাউন্ড নেই এই কারণে সমস্যা রয়েছে। খুব দ্রুত সমস্ত রকম সমস্যা কাটিয়ে উঠব আমরা।