সাপের কামড়ত ওঝা নাহে,হাসপাতালত যাবার পরামর্শ স্বেচ্ছাসেবী সংস্থার
বিশ্বনাথ সিংহ,রায়গঞ্জ:সাপের কামড়ত ওঝা নাহে,হাসপাতালত উন্নত চিকিৎসার বাদে নিয়া যাবার পরামর্শ দিল আলিপুরদুয়ার বিজ্ঞান আরহ যুক্তিবাদী নামে স্বেচ্ছাসেবী সংস্থা।আজি সোমবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ স্টেশনের পাশত থাকা মানষির লোগত সচেতনামূলক প্রচার করে।সংস্থার মাড়েয়া কৌশিক দে জানায় কিছু মানষির মইধ্যে এলাও কুসংস্কার আছে।সাপে কামড়ালে অমা পইলাতে ওঝার নগত ঝাড়ফুক করিবা নিয়া যায়।বিষধর সাপের কামড় হইলে চিহ্নিত করিবা না পায়া ঝাড়ফুক করাতে মেলা সময় চলি যায়।পরে ঐ সাপে কাটা অধিকাংশ রোগীক হাসপাতালত নিয়া আসিলেও সময়ের অভাবে বাঁচাতে মুশকিল হয়া যায়।সেই বাদে আর ওঝা নাহে হাসপাতালতেই যাতে সগায় চিকিৎসা করে এই নিয়াই সচেতনতামূলক প্রচার।উল্লেখ্য বিতা 9 ডিসেম্বর থাকি সংস্থার সম্পাদক কৌশিক দে সুদে সন্টু দে,প্রদ্বীপ ভাওয়াল,আর নন্দদুলাল সরকার উত্তরবঙ্গের জলপাইগুড়ি,শিলিগুড়ি,ইসলামপুর,ডালখোলা হয়া আজি রায়গঞ্জত সাইকেল নিয়া পৌছায়।আইসা কালি মঙ্গলবার মালদা থাকি প্রচার শ্যাষ করার কাথা।রায়গঞ্জত উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমেলস নামে একটা পশুপ্রেমী সংস্থার সম্পাদক গৌতম তান্তিয়া সুদে অইনান্য সদস্যলা অমার সাথত মিলিয়া মানষিক সচেতনার কাথা কহে আরহ গৌতম বাবু অমাক উৎসাহিত করিয়া পাশত থাকার ভরসা দেয়।