লটারি কেটে কোটিপতি
নিউজ ডেস্ক, শিলিগুড়ি: লটারীর টিকিট কেটে কোটিপতি গিতালদহের পেশায় এক ভ্যানচালক।
জানা গেছে, গীতালদহ পশ্চিম ভোরাম এলাকার বাসিন্দা পেশায় ভ্যানচালক ফজলে মিঁয়া শুক্রবার বিকেলে একটি লটারির টিকিট ক্রয় করে গিতালদহ বাজার থেকে। এরপর প্রায় প্রতিদিনের মতোই সন্ধ্যা ৬ টায় লটারির ফলাফল দেখতে যান এবং শুক্রবার সন্ধ্যায় লটারীর ফলাফল দেখার সাথে সাথেই চক্ষুচড়কগাছ হয়ে ওঠে তার। তিনি দেখেন তাঁর কাছে যে লটারি টিকিট রয়েছে তা প্রথম পুরস্কার এনে দিয়েছে। তিনি জয়লাভ করেছেন এক কোটি টাকা। এই খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়রা ভিড় জমাতে শুরু করে তার বাড়িতে। তবে তিনি পেশায় একজন ভ্যানচালক লোক হওয়ায় খুবই দরিদ্র। তার নিরাপত্তা কথা মাথায় রেখে দিনহাটা থানার পুলিশ গিয়ে লটারীর টিকিট থেকে জয়ী কোটিপতি পেশায় ভ্যানচালক ফজলে মিঁয়াকে থানায় নিয়ে আসে। তবে গীতালদহ এক কোটি টাকা থেকে লটারি পাওয়ার ঘটনায় শোরগোল পড়েছে সংশ্লিষ্ট এলাকায়।