হাপতিয়া গছ পিকনিক স্পট
জয়দেব গোপ,চোপড়া:- উত্তর দিনাজপুর এবং দার্জিলিং জেলার মধ্যস্থলে প্রবাহিত মহানন্দা নদীর পারে প্রতি বছর ২৫ শে ডিসেম্বর এবং পুরো জানুয়ারি মাস ও পহেলা বৈশাখে জমে ওঠে পিকনিকের আসর। এখানে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বনভোজন রশিকরা বনভোজন করতে আসেন। এখানে রয়েছে চারিদিকে সবুজের সমারহ এছাড়াও রয়েছে মহানন্দা নদীর উপরে অবস্থিত তিস্তা ক্যানেলের জলসেতু,আছে তিস্তা জলবিদ্যুৎ ও সৌরবিদ্যুৎ প্রকল্প।
এছাড়াও নদীর এক প্রান্তে উত্তর দিনাজপুর ওপর প্রান্তে দার্জিলিং জেলা। সবচেয়ে উল্লেখযোগ্য শুধু দুই জেলায় নয়,এখানে দাঁড়িয়ে নাকের ডগায় দেখা যাবে প্রতিবেশী বাংলাদেশের তেঁতুলিয়া এবং বর্তমান বাংলাদেশ ভূখণ্ডে অবস্থিত একটি প্রাচীন মন্দির। এই অপরূপ দৃশ্য গুলি দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে মানুষ বনভোজন করতে আসেন।