কর্মশালা
নিউজ ডেস্ক, শিলিগুড়ি: কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি কলকাতা ও শিলিগুড়ির উত্তরবঙ্গের শিল্প গোষ্ঠীদের যৌথ উদ্যোগে সোমবার স্থানীয় পাইন ট্রি হোটেলে একদিনের একটি কর্মশালা অনুষ্ঠিত হল। কর্মশালার মুখ্য শীর্ষক ছিল Visioning REH Development in Hill District. দার্জিলিং পাহাড়ের বিভিন্ন প্রান্তিক এলাকায় গ্রামীণ উদ্যোগী হাব তৈরি করা । গ্রামীণ যুবকদের উপযোগী করে তোলা এবং গ্রামীণ এলাকায় যে সমস্ত রসদ রয়েছে তা ব্যবহার করে শিল্পোদ্যোগী তৈরি করা। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, পশ্চিমবঙ্গ সরকার, ও জেলা প্রশাসনের সহযোগিতায় এই কর্মশালাটি সম্পূর্ণ হয়েছে। উপস্থিত ছিল কনফেডারেশন অফ ইন্ডাস্ট্রি চেয়ারম্যান সঞ্জয় টিব্রেওয়াল, উত্তরবঙ্গ শাখা ডঃ এ আর খান, জেলাশাসক এস পুনমবললাম আইএএস, রাজ বসু , এল টি ভুটিয়া জেনারেল ম্যানেজার ডিআই সি দার্জিলিং। কলকাতা কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ লক্ষ্মী লিম্বু কৌশল এছাড়া বিভিন্ন ছোট ছোট শিল্পোদ্যোগী। কর্মশালায় প্রদর্শিত হয় স্থানীয় কৃষি উৎপাদন সামগ্রী।