খগেনহাটে আসবাবপত্র সহ লক্ষাধিক টাকার কাঠ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা, মাদারিহাটঃ আসবাবপত্র সহ লক্ষাধিক টাকার শাল ও সেগুন কাঠ উদ্ধার করল বন দপ্তরের মোরাঘাট রেঞ্জের বনকর্মীরা। ফালাকাটা ব্লকের ধনীরামপুর ১ গ্রাম পঞ্চায়েতের খগেনহাট বাজার সংলগ্ন একটি বাড়ি থেকে। গোপন সূত্রে খবর পেয়ে ঐ এলাকায় পৌঁছে বন দপ্তরের কর্মীরা অভিযান চালিয়ে আটক করে লক্ষাধিক টাকার অবৈধ কাঠ সহ আসবাবপত্র।বন দপ্তরের মোরাঘাট রেঞ্জের রেঞ্জার রাজকুমার পাল এবং এ.সি.এফ. বিপাশা পারুন এর নেতৃত্বে বনকর্মীরা বে-আইনি কাঠ উদ্ধারে অভিযান চালায়। গোপন সূত্রে জানা গেছে, এথেলবাড়ি, খগেনহাট হয়ে ধূপগুড়ির বিভিন্ন এলাকায় কাঠ পাচার করা হয়। পাচারের কাজে ডিমডিমা, ডুডুয়া নদীর পাশাপাশি গ্রামের পথকে ব্যবহার করা হয়। সূত্র মারফৎ জানা গেছে, কাঠ পাচারের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ রয়েছে কাঠ মাফিয়াদের। এইদিন বনকর্মীরা কাঠ উদ্ধারের অভিযানে এলে কাঠ ব্যবসায়ীরা পালিয়ে যান।রেঞ্জার রাজকুমার পাল বলেন, প্রায় ৩০ সিএফটি কাঠ ও আসবাবপত্র আটক করা হয় ও রেঞ্জ অফিসে আনা হয়। কাঠের বৈধ কাগজ দেখাতে সাত দিনের সময় দেওয়া হয়েছে অভিযুক্তদের। কাগজপত্র দেখাতে না পারলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।