পিকনিক নিয়ে সচেতন পুলিশ প্রশাসন
ময়নাগুড়ি, ১জানুয়ারি: জলপাইগুড়ি জেলা পুলিশের নির্দেশে এবং ময়নাগুড়ি ট্রাফিক ও হাইওয়ে ট্রাফিকের যৌথ উদ্যোগে ময়নাগুড়ি থানার অন্তর্গত সিঙ্গিমারী মোড়ে ১লা জানুয়ারি উপলক্ষে বিভিন্ন যানবাহনের উপরে নজরদারি চালানো হলো শনিবার। যেহেতু জানুয়ারি মাসের প্রথম দিন প্রচন্ড ভিড় হয় পিকনিকের জন্য। এই পিকনিক উপলক্ষে যে গাড়িগুলোর গতিবেগ আছে তাদেরকে নিয়ন্ত্রণ করা। এমনকি সেই সঙ্গে হুডখোলা কোন গাড়িতে পিকনিকে যাওয়া যাত্রীদের নামিয়ে গাড়িগুলো কে পিকনিকে যাওয়ার অনুমতি না দেওয়া এবং তাদের ঘুরিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে কোন গাড়ির চালক মদ্যপ অবস্থায় আছে কিনা তার দিকে নজর রাখেন ট্রাফিক পুলিশ যাতে করে কোনরকমম দুর্ঘটনা ঘটে সেই জন্য এই উদ্যোগ বলে ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়। তারা এদিন সেফ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচিকে সামনে রেখে এদিন বিভিন্ন গাড়ির চালকদের ও যাত্রীদের মধ্যে লিফলেট বিলি করেন। বিভিন্ন গাড়িতে লাগানো হয় সেভ ড্রাইভ সেভ লাইফ এর স্টিকার। মানুষের মধ্যে এই সচেনতা তুলে ধরা এবং মানুষকে সচেতন করা হয় মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, এবং হেলমেট ছাড়া বাইক চালানো, তীব্র গতিতে গাড়ি না চালানোর অনুরোধ করা হয় তাদের মধ্যে। এ দিনের এদিনের সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিতে ময়নাগুড়ি ট্রাফিক ওসি বাল্মিকী লোহার ছাড়া অন্যরা উপস্থিত ছিলেন।