MLA সাবিত্রী মিত্রের হাত ধরে বড়োসড়ো ভাঙ্গন বিজেপিতে
রাহুল মন্ডল,মালদা: বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল বিভিন্ন পঞ্চায়েতের একাধিক ।আনুষ্ঠানিকভাবে তাদের তৃণমূলে যোগদান করে মানিকচক বিধায়িকা সাবিত্রী মিত্র। নিজেদের পকেট ভর্তি করতেই তৃণমূলের দিয়েছে বলে যোগদানকারীদের প্রসঙ্গে বললেন বিজেপির মন্ডল সভাপতি। শনিবার রাতে মালদা জেভার মানিকচক স্ট্যান্ডে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চ পরিণত হলো যোগদান মঞ্চে।
শনিবার রাতে মানিকচক স্ট্যান্ডে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস সামনে রেখে একে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র,পঞ্চায়েত সমিতির সভাপতি কবিতা মন্ডল, ব্লক তৃণমূল নেতা সমদ্বীপ সরকার, যুব সভাপতি ইমরান হাসান, ছাত্রপরিষদের সভাপতি আশীষ মন্ডল , তৃণমূল নেতা মহাফুজুর রহমান ,জামাল খান ,
সুনন্দ মজুমদার,আশীষ সিনহা, সমেরশ সরকার , সৈহিদুল হক ,রাজীব সাহা সহ তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বরা। এই অনুষ্ঠানে বিজেপির এক ঝাঁক পঞ্চায়েত সহ বিভিন্ন নেতারা তৃণমূলের পতাকা ধরে যোগদান করেন।
তৃণমূল সূত্রে জানা গেছে, নুরপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির চারজন , নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উদয় মন্ডল সহ বিজেপির চারজন ও হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের কিষান জাতি সংগঠন সমর্থিত নির্দল প্রধান কাজল মন্ডল সহ ছয় জন সহ ভূতনি এলাকার বিজেপির এক ঝাঁক নেতা-কর্মী তৃণমূলে যোগদান করেন। সকলের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ধ্বনী দেন বিধায়িকা সাবিত্রী মিত্র। পাশাপাশি মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কড়া ভাষায় দলের নেতাকর্মী সহ বিধানসভা নির্বাচনের আগে দল ছেড়ে যাওয়া নেতাদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন বিধায়িকা। সকলকে দলের শৃঙ্খলা নীতি মেনে কাজ করতে হবে দল থেকে বড় কেউ নিজেকে ভাবলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানালেন বিধায়িকা।
মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে যুব নেতা সৌম্যদীপ সরকার বিজেপির নোংরা রাজনীতি নিয়ে প্রতিবাদ করেন । পাশাপাশি বিধানসভা ভোটের আগে যারা দল থেকে চলে গেছিল এবং এখন দলে আসার আসতে চাইছে তাদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন l দলের নিয়মকানুন মেনে যারা কাজ করবে তারাই তৃণমূলের সম্মান পাবে বলে জানান l
এই প্রসঙ্গে হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের কিষান জাতির নির্দল সদস্য বাবলু মন্ডল জানান, এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের কাজ করতে প্রধান সহ রা তৃণমূলে যোগদান করছেন। আগামী দিনে এলাকার সার্বিক উন্নয়ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র বলেন, প্রচুর বিজেপির নির্বাচিত পঞ্চায়েত সদস্য সহ এলাকার নেতৃত্বরা যোগদান করেছে। সকলেই চাইছে মানুষের জন্য কাজ করতে। তাই বিজেপি ভেঙে আগামীদিনের ধূলিস্যাৎ হবে মানিকচকে। যারা স্বার্থ ছাড়া কাজ করতে চাইবে তাদের সকলকে দলের স্বাগত আছে কিন্তু স্বার্থ বাজদের দলে জায়গা নেই।
যদিও গোটা বিষয় নিয়ে মানিকচক মন্ডল বিজেপির সভাপতি বিশ্বজিৎ মন্ডল জানান, যারাই যোগদান করেছে তারা কেবল নিজেদের পকেটে ভরতে চাই। মানুষের জন্য কাজ করার তাদের কোন ইচ্ছা নাই। কয়েকটা নেতা দের নিয়ে যদি ভাবে তৃণমূল বিজেপিকে শূন্য করবে তাহলে তাদের ভুল ধারণা। সিপিআইএম একসময় ভাবত কিন্তু এখন তারা শুন্য। ফলে আগামী দিনে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি লড়াই করে পঞ্চায়েত গুলি দখল করবে।