করোনা আক্রান্ত সস্ত্রীক জেলাশাসক
নিউজ ডেস্ক,মালদা: এবার করোনায় আক্রান্ত হলেন সস্ত্রীক মালদার জেলাশাসক। একইভাবে করোনায় আক্রান্ত হয়েছেন অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) । জেলা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে মালদার জেলাশাসক এবং তার স্ত্রী ও অতিরিক্ত জেলা শাসকের করোণা আক্রান্তের খবর জানাজানি হতেই প্রশাসনিক মহলে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। যদিও সোমবার জেলার দুই উচ্চপদস্থ কর্তাকে এদিন কালেক্টরেট বিল্ডিংয়ে দেখা যায় নি । মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, জেলা প্রশাসনের উচ্চ পদস্থ দুই কর্তা আপাতত হোম আইসোলেশনে রয়েছেন।মালদা মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, করোনায় আক্রান্ত জেলাশাসকের নাম রাজর্ষি মিত্র এবং তার স্ত্রী ও রয়েছেন। পাশাপাশি অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) বৈভব চৌধুরীও করোনায় আক্রান্ত হয়েছেন। তিনদিন ধরে জ্বর এবং শারীরিক অসুস্থতা বোধ করছিলেন তাঁরা। মালদার জেলাশাসক এবং অতিরিক্ত জেলাশাসক সহ তিনজনের করোণা পরীক্ষা করা হয়। তাতেই করোনা সংক্রমনের পজিটিভ রিপোর্ট এসেছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর।
রবিবার মোট ২৩০ জনের করোনা সংক্রমনের পরীক্ষার জন্য লালা রসের নমুনা সংগ্রহ করা হয়েছিল। সোমবার ৩৮ জনের শরীরে করোন সংক্রমণ ধরা পড়েছে। গত কয়েকদিনের মধ্যেই জেলার করোনা আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়েছে।