ছাত্র-ছাত্রীদের ভ্যাকসিন
মহম্মদ রাসেল, ক্রান্তি: সরকারি নির্দেশ অনুযায়ী শুরু হয়েছে ১৫ থেকে ১৮ বছর বয়স পর্যন্ত করোনার ভ্যাকসিন।সেই মতো বৃহস্পতিবার ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা পেন্দা মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে ভ্যাকসিন দেওয়া শুরু হল।ভ্যাকসিন নেওয়ার জন্য ছাত্র ছাত্রীদের উৎসাহ ছিল যথেষ্ট।বিদ্যালয় পরিচালন সমিতি ও বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে ভ্যাকসিন দেওয়ার জন্য করোনা নিয়ম নীতি মেনে ব্যবস্থা ছিলো বেশ ভালো। বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি সাকিল আহমেদ জানালেন এদিন সরকারি নির্দেশ মোতাবেক নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ১৫ থেকে ১৮ বছর যাদের বসয় মোট ১৮০০ জন ছাত্র ছাত্রী কে ভ্যাকসিন দেয়ার উদ্যোগ নেওয়া হয়েছে,আমরা রেজিস্ট্রেশন করতে যাতে অসুবিধা ও ভিড় কম হয় তার জন্য ৮ টি রেজিস্ট্রেশন কাউন্টার ব্যবস্থা করেছি এবং ছাত্র ছাত্রীদের সামাজিক দূরত্ব বজায় রাখতে মাস্ক ব্যবহার করতে বলা হচ্ছে।