জরিমানা ৩০
নিউজ ডেস্ক, শিলিগুড়ি: কোভিড সচেতনতার অভাব সাধারণ মানুষের কাছে।মাস্ক ছাড়াই চলাফেরা করছেন সাধারণ মানুষেরা। ওমিক্রম ও করোনা ভাইরাসের সংখ্যা বাড়ছে। তবে
রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী আংশিক লকডাউন ঘোষণা করা হয়েছে।তবে কোভিড বিধিনিষেধ না মেনেই দেদার ঘুরে বেড়াচ্ছেন সাধারণ মানুষ। শুক্রবার সোনাপুর ফাঁড়ির ওসি পিটি ভুটিয়ার নেতৃত্বে সোনাপুর পুলিশ ফাঁড়ির এসআই (মেজোবাবু )নির্মল বর্মন এএসআই ভবানীপ্রাসাদ রায় সোনাপুর,বাবুরহাট,শালকুমার,ঘরঘরিয়া,মথুরা সহ অন্যান্য এলাকায় কড়া অভিয়ান চালায় এবং প্রায় ৩০ জনকে জরিমানা করে। সোনাপুর পুলিশ ফাঁড়ির ওসি পিটি ভুটিয়া বলেন-“
কোভিড নিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়।যাঁরা কোভিড বিধিনিষেধ মানছেন না, মাস্ক ব্যবহার করছে না তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতিনিয়ত চলবে এই অভিযান।