কামতাপুর পিপলস পার্টির প্রতিষ্ঠা দিবস পালন
বাপ্পা রায়,ময়নাগুড়ি, ৭ জানুয়ারি :
কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেড এর প্রতিষ্ঠা দিবস পালন হলো শুক্রবার। এদিন ময়নাগুড়ির টেকাটুলীতে ময়নাগুড়ি ব্লক কমিটির পক্ষ থেকে এই দিনটিকে পালন করা হয়। এদিন সংগঠনের সদস্যরা একত্রে জমায়েত হয়ে দলীয় পতাকা উত্তোলন করেন। এমনকি এই দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন সংগঠনের সদস্যরা। এদিনের এই প্রতিষ্ঠা দিবস পালন অনুষ্ঠানে হাজির ছিলেন কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেড এর জলপাইগুড়ি জেলা কমিটির সম্পাদক বিশ্বনাথ রায়, ময়নাগুড়ি ব্লক কমিটির সভাপতি দীপক রায়, সম্পাদক মন্টু রায়, অল কামতাপুর স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি রমেন অধিকারী সহ প্রমুখরা।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৭ই জানুয়ারি নিখিল রায়ের নেতৃত্বে আত্মপ্রকাশ করে কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেড। এরপর থেকেই ৭ জানুয়ারি দিনটিকে দলের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করা হয়। প্রতি বছর জাঁকজমক ভাবে দিনটিকে পালন করা হলেও করোনা পরিস্থিতির কারণে ছোট করে বিভিন্ন জায়গায় দিনটিকে পালন করা হয় শুক্রবার। কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেড প্রতিষ্ঠার দিন থেকেই উত্তরবঙ্গে বিভিন্ন সময় রাজ্য, কামতাপুরী ভাষার দাবিতে আন্দোলন করে এসেছেন। এই অবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কামতাপুরী ভাষাকে স্বীকৃতি দিয়েছেন এবং কামতাপুরী ভাষায় পঠন পাঠনের জন্য দুটি স্কুলের অনুমোদন দিয়েছেন। এমনকি রাজবংশী ভাষার ১৯৮টি স্কুল অনুমোদন দিয়েছেন। কিন্তূ কেপিপি (ইউ) এর ময়নাগুড়ি ব্লক সভাপতি দীপক রায় এর তীব্র বিরোধিতা করেছেন। দীপক বাবু প্রতিষ্ঠা দিবসে এসে সাংবাদিকদের বলেন, ” দিদি ভালো করেই জানেন কামতাপুরী ভাষা এবং রাজবংশী ভাষা একটাই ভাষা। কিন্তূ তা সত্বেও এক ভাষাকে আলাদা ভাবে স্বীকৃতি দিয়েছে সরকার। এর আমরা তীব্র বিরোধিতা জানিয়েছি। আমরা দিদির কাছে আবেদন করেছি ভাষা হবে কামতাপুরী। আমরা জেলা শাসক এর মধ্য দিয়ে একাধিকবার মুখ্যমন্ত্রীর কাছে এই বার্তা প্রেরণ করেছি।”
Categories: News
রাজ্যে আসছে 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
51 Views
1 month ago
অবৈধ গাঁজা পাচারের আগেই BSF-এর হাতে আটক এক যুবক
65 Views
2 months ago
মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ভূপবাহাদুর এর ১১৩তম প্রয়াণ দিবস পালন
135 Views
2 months ago
এবার মমতা একা নন, আরও এক মহিলা মুখ্যমন্ত্রী পাচ্ছে ভারত
92 Views
2 months ago