ব্লক প্রাণী স্বাস্থ্য দফতরে তালা বন্ধ, অসুস্থ প্রাণী নিয়ে বিপাকে সাধারণ মানুষ
বাপ্পা রায়, ময়নাগুড়ি, ৭ জানুয়ারি :
অসুস্থ্য পোষ্য পশু নিয়ে বার বার ময়নাগুড়ি ব্লক প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে গেলেও দেখা মিলছে না চিকিৎসকের। হয়রানির শিকার হচ্ছেন ময়নাগুড়ির বেশ কিছু সাধারণ মানুষ। এদিকে পোষ্য পশুদের মৃত্যুর আশঙ্কায় প্রহর গুনছেন পোষ্য পশুর মালিকরা। অভিযোগ, ময়নাগুড়ি ব্লক প্রাণী স্বাস্থ্য কেন্দ্র গত দুই দিন থেকেই বন্ধ। ফলে বার বার নিজেদের পোষ্য পশুর সু চিকিৎসার ভরসা করে আসলেও দেখা মিলছে না চিকিৎসকের। এমনকি তালা বন্ধ রাখারও অভিযোগ করেন হয়রানির শিকার হওয়া বেশ কয়েকজন।
উল্লেখ্য ময়নাগুড়ি ব্লক প্রাণী স্বাস্থ্য দফতরের উপর ভরসা করে ময়নাগুড়ির বিভিন্ন প্রান্ত থেকে পশুর সু চিকিৎসা করাতে আসেন অনেকেই। কিন্তূ গত দু দিন থেকে সেই অফিস তালা বন্ধ থাকায় বার বার পশু নিয়ে এসে ফেরত যাচ্ছেন মালিকরা। ফলে শুক্রবার অফিসের সামনে ক্ষোভে ফেটে পড়েন তারা। এদিকে অনেকেরই পোষ্য পশুর অবস্থা আশঙ্কা জনক থাকায় তাদের মৃত্যুর আশঙ্কাও করছেন মালিকরা।
পশু চিকিৎসা করাতে আসা রঞ্জন রায় নামে এক ব্যক্তি বলেন, ” আমি বৃহস্পতিবার এসেছি অফিসে কিন্তূ বন্ধ থাকায় ফেরত চলে যাই।শুক্রবার পুনরায় আসলে অফিস বন্ধ। এই অবস্থায় আমার পোষ্য ছাগলটি মারাও যেতে পারে।”
আরেক ব্যক্তি পার্থ রায় বলেন, ” আমি দুই দিন এখানে আসছি কিন্তূ এখানে চিকিৎসকের দেখা মিলছে না। অফিস ঘরেও তালা লাগানো অবস্থা।” অন্যদিকে ময়নাগুড়ি ব্লক লাইভ স্টক ডেভলপমেন্ট অফিসার কোন্দা মুর্মু বলেন, ” একজন চিকিৎসক ও একজন ফার্মাসিস্ট চিকিৎসা কেন্দ্রে রয়েছে। কিন্তূ তারা অসুস্থ। বিষয়টি দেখছি কি করা যায়।”