স্কুল শিক্ষক করোনা আক্রান্ত, পুরোপুরি বন্ধ স্কুল
নিউজ ডেস্ক, শিলিগুড়ি: করোনা আক্রান্তের সংখ্যা বাড়ায় ইতিমধ্যে রাজ্য সরকার নির্দেশিকা জারি করে স্কুল কলেজ বন্ধের কথা ঘোষণা করেছে। তবে তার পরেও শিক্ষক শিক্ষিকাদের স্কুলে আসতে হচ্ছে ভর্তি প্রক্রিয়া, মিড-ডে-মিলের সামগ্ৰি বিতরণ, বই বিতরণ সহ বিভিন্ন কাজের জন্য। আর এবার এক শিক্ষক করোনা আক্রান্ত হওয়ায় এক সপ্তাহের জন্য পুরোপুরি বন্ধ করে দেওয়া হল স্কুল। ডুয়ার্সের মেটেলি ব্লকের ঘটনা। চালসা গয়ানাথ বিদ্যাপীঠের এক শিক্ষক করোনা আক্রান্তের পাশাপাশি বেশ কয়েকজন আবার করোনার লক্ষণ নিয়ে বাড়িতে রয়েছেন।এই পরিস্থিতিতে আগামী এক সপ্তাহের জন্য বিদ্যালয়ের যাবতীয় কাজকর্ম বন্ধ রেখে বিদ্যালয় পুরোপুরি ভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলো। সোমবার সকালে বিদ্যালয়ে এসে স্কুল বন্ধের কথা ঘোষণা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ রাউথ।এদিন বিদ্যালয়ে বেশ কয়েকজন অভিভাবক ভর্তির কাজে এসেও ঘুরে যায়। যদিও অভিভাবকরা বিদ্যালয় কতৃপক্ষের এই সিদ্ধান্ত কে সাধুবাদ জানিয়েছেন।