দিনহাটা পোস্ট অফিসে পোস্ট কার্ডের মাধ্যমে বিভিন্ন দাবিতে মুখ্যমন্ত্রীকে পোস্ট কার্ড পাঠালেন দিনহাটা মহকুমা টেক্স কলেক্টর কর্মীরা
রাহুল দেব বর্মন,দিনহাটা: দিনহাটা পোস্ট অফিসে পোস্ট কার্ডের মাধ্যমে বিভিন্ন দাবিতে মুখ্যমন্ত্রীকে পোস্ট কার্ড পাঠালেন দিনহাটা মহকুমা টেক্স কলেক্টর কর্মীরা।
বুধবার দুপুরে দিনহাটা শহর সংলগ্ন মদনমোহন বাড়ি বড় পোস্ট অফিসে পোস্টকার্ডের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই পোস্ট কার্ড পাঠান দিনহাটা মহকুমার টেক্স কলেক্টর কর্মীরা। তারা সেখানে দাবি উল্লেখ করেন যে বহুদিন যাবৎ গ্রাম পঞ্চায়েতে কর্মরত অবস্থায় ট্যাক্স কালেক্টেড মাধ্যমে সামান্য 750 টাকা ভাতা পাশাপাশি কমিশন দিয়েই তাদের দিন যাপন করতে হচ্ছে। গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন কর্মী নিয়োগ হলেও তাদের স্থায়ীকরণ করা হয়নি। তারা জানান তাদের কমপক্ষে 10 হাজার টাকা মাসিক বেতন পাশাপাশি অবসরকালীন সময়ে 5 লক্ষ টাকা অনুদান দেওয়ার ব্যবস্থা করতে হবে। বিভিন্ন দাবি দাবা নিয়ে তারা আজ পোস্টকার্ড পাঠিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে।