ভার্চুয়ালি করনদিঘী বোগিয়া ভাওয়াইয়া উৎসব

বিশ্বনাথ সিংহ,করনদিঘী:কোভিড বিধি মানিয়ে রাজবংশী গাভূর সংঘের উজ্জোগত ভার্চুয়ালি ভাবে করনদিঘী বোগিয়া ভাওয়াইয়া উৎসব অনুষ্ঠিত হইল আজি উত্তর দিনাজপুর জেলার করনদিঘীর মিরদিঘীত।রাজবংশী সমাজের গাভূর নেতা মোহনলাল সিংহের নেতৃত্বত আজি পহেলা মাঘ ১৪২৮ ইংরাজী ১৫ জানুয়ারি ২০২২ দোপর ২টা থাকি চালু হওয়া এই অনুষ্ঠানের শুভ মুকুলন করে রাজবংশী কামতাপুরি সমাজের দীঘিলা ৫০ বছরের তথা উত্জাস আন্দোলনের নামিক্কর আরহ সুকৌশলি নেত্রী রঞ্জনা রায়।রঞ্জনা রায় ছাড়াও আজিকার অনুষ্ঠানত হাজির ছিলে রাজবংশী উন্নয়ন আরহ সাংস্কৃতিক পর্ষদের সদস্য তথা রাজবংশী গাভূর সংঘের সুপ্রিমো আরহ মাড়েয়া মোহনলাল সিংহ,বিপ্লব বর্মন,রাজবংশী গাভূর সংঘের গড়েয়া প্রভাষ চন্দ্র সিংহ,জিসিপিএ-এর উত্তর দিনাজপুর জেলা কমিটির গড়েয়া বিকাশ বর্মন,মাড়েয়া কার্তিক বর্মন সুদে আরহ মানিগুনি মানষি।বিতা চার বছরের নাখান এইবছর মেলা আর সাধারণ মানষির জমায়েত না হওয়াতে বিভিন্ন অনুষ্ঠানের মইধ্য দিয়া পালন করা হয়।পইলাতে মাও চন্ডীর পূজা তারপর করনদিঘীর বিভিন্ন এলাকার মানষিক শীতের কাপড় দান করা হয়।থানীয় মিরদিঘীর বোগিয়া ভিটাত মানী ডাঙ্গড়িয়ানী রঞ্জনা রায়ের হাত ধরি রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার আবক্ষ মূর্তী থাপন করা হয়।দীঘিলা ৫০ বছরের ধরি রাজবংশী কামতাপুরি সমাজের মানষির উন্নতির বাদে উত্জাস আন্দোলনকারী দক্ষ নেত্রী রঞ্জনা রায় ডাঙ্গরিয়ানীক রাজবংশী রত্ন-২০২২ সম্মানে সম্মানিত করা হয়।তাছাড়া রাজবংশী ভাষাত ছয় মাসিয়া সাগাই-সোদর সাহিত্য পত্রিকার দুতিয়া ছেওঅ প্রকাশ করা হয়।রাজবংশী গাভূর সংঘের মাড়েয়া মোহনলাল সিংহ জানায় কোভিডের কারনে ভার্চুয়ালি ভাবে করনদিঘী বোগিয়া ভাওয়াইয়া উৎসব পালন করা হইল।রাজবংশী সমাজের ভাষা,সাহিত্য,সংস্কৃতি,খাবার,সাজপোশাক,আচার আচরণ দুনিয়ার মানষির লোগত পরিচয় আরহ তলথি ধরিবার বাদেই বোগিয়া ভাওয়াইয়া উৎসব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *